সবাইকে চমকে দিয়ে যুব নেতা পুস্কর সিং ধামীকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী নির্বাচিত করল বিজেপি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরাখণ্ডে রাজনৈতিক অস্থিরতার মধ্যে পুষ্কর সিং ধামীকে (Pushkar Singh Dhami) বিধায়ক দলের নেতা নির্বাচিত করা হয়েছে। উনিই এখন উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান নিয়ে আবারও সবাইকে চমকে দিল। উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রীর নামে যখন অনেক পুরনোদের নাম উঠে আসছিল, তখন বিজেপি যুব বিধায়ককে সামনে এনে তাঁকে মুখ্যমন্ত্রী পদে বসাল।

সুত্র অনুযায়ী, তিরথ সিং রাওয়াত ইস্তফা দেওয়ার পরই বিজেপির তরফ থেকে কয়েকজনের নাম বেছে নেওয়া হয়ছিল। আজ সকালে বিধায়ক দলের বৈঠকে নামে শিলমোহর পড়ে। সেই নামগুলো হাই কম্যান্ডের কাছেও পাঠানো হয়। হাই কম্যান্ডের নির্দেশের পর দেরাদুনে বিজেপির বিধায়ক দলের বৈঠকে পুস্কর সিং ধামীর নামের ঘোষণা হয়।

উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী উধম সিংহ নগর থেকে বিধায়ক। যুবদের মধ্যে ওনাকে নিয়ে অনেক উন্মাদনাও আছে।  বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যুব আর রাজপুত মুখ হিসেবে পুস্কর ধামীকে বেছে নেয়। তিরথ সিং মুখ্যমন্ত্রী হওয়ার সময়ও পুস্করের নাম তালিকায় ছিল। কিন্তু সেই সময় তিনি সুযোগ না পেলেও, এখন সুযোগ পেলেন।

X