‘বাপের বেটা হলে আমাকে…’, এবার অভিষেককে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। ভোটের দিন এখনও ঘোষণা হয়নি ঠিকই, তবে প্রস্তুতিতে কোনো কমতি নেই। ইতিমধ্যেই আটঘাট বেঁধে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন বাড়ছে হুঁশিয়ারির বহর। বিজেপি নেতাদের দেখতে পেলেই তাদের ঘিরে প্রতিবাদ জানানোর নিদান দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর এবার যুবরাজের মন্তব্যের জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

প্রসঙ্গত, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ করতে গিয়ে শনিবার আলিপুরদুয়ারের এক জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি নেতাদের যেখানে দেখবেন ঘিরে প্রতিবাদ জানাবেন”। এই মন্তব্যের প্রেক্ষিতেই এবার ময়নার বাকচায় বিজেপির জনসভা থেকে অভিষেককে একহাত নিলেন বিরোধী দলনেতা। তিনি বলেন, “আমি ময়নায় রয়েছি। বাপের বেটা হলে আমাকে আটকে দেখাক। উনি তো আমার বাড়ি পর্যন্ত গিয়েছিলেন। এসব যত করবে তত বিছিন্ন হবে। এই নোংরা রাজনৈতিক সংস্কৃতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছিল না। এসব ‘তোলাবাজ ভাইপো’ আমদানি করেছে”।

উল্লেখ্য, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন তার মুখে উঠে এলো নন্দীগ্রামের মন্ডল এর বিজেপির সভাপতি ও সহ সভাপতি সহ বেশ কয়েকজনের ইস্তফার প্রসঙ্গও। এই নিয়ে নন্দীগ্রামের বিধায়ক বলেন, “এই ধরনের খবর নিয়ে সংবাদ মাধ্যমের না বিচলিত হওয়াই ভালো। নন্দীগ্রামের হিন্দু সনাতনীরা সবাই মোদীজির সঙ্গে আছেন।” পাশাপাশি নেতার সংযোজন, “নন্দীগ্রামের হিন্দু সনাতনীদের সামনে থেকে নেতৃত্ব দেবে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে ১৭ টি অঞ্চল আছে যার মধ্যে আমরা ১১ টি পাব। আর বাকি সংখ্যালঘু এলাকায় আমরা জিতব কি না জানি না। তবে সাগরদীঘির মতন যে তৃণমূল জিতবে না এটাও বলে রাখছি”।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু। বলেন, “বিধানসভা ভোটে আমি একা লড়ে ওনাকে নন্দীগ্রাম থেকে হারিয়েছি। আর একটা কাজ আছে, যেটা আমি একা পারব না। আপনাদের সবার সঙ্গ লাগবে। রাজ্যের এখনকার মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাতে হবে”।

suvendu abhishek

উত্তরবঙ্গ প্রসঙ্গেও এদিন মন্তব্য করেন বিরোধী দলনেতা। ভোট পূর্বে তৃণমূলের উচ্চ নেতৃত্বের বারংবার উত্তরবঙ্গে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “আগামী ১২ তারিখে কালিয়াগঞ্জে গিয়ে দেখিয়ে দেব উত্তরবঙ্গের মানুষ কার সঙ্গে আছেন”।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর