চোরেদের সর্দারিনী…অহঙ্কারীকে ধ্বংস করতে হাজারবার গুন্ডামি করব, মমতাকে পাল্টা শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট শুরুর আগেই শাসক-বিরোধী দ্বন্দে উত্তপ্ত বাংলার মাটি। গতকাল অর্থাৎ সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আর সেখানেই নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ‘ডাকু’ বলে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো। আর এবার বাঁকুড়ার ওন্দার সভা থেকে মমতার সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন নন্দীগ্রামের বিধায়ক।

প্রসঙ্গত, গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী বলেন,”কার ইশারায় আমাদের লোকেদের রোজ এজেন্সি বিরক্ত করছে? অমিত শাহ যার ইশারায় চলছেন, এখানে যে তার মুখ্য উপদেষ্টা, সে একটা বড় ডাকু৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি যা হয়েছে, তার শুরুটা ও- ই করেছিল”। নিজের মন্তব্যে কারও নাম উল্লেখ না করলেও নিশানা কার দিকে তা বুঝতে পেরে পাল্টা রেগে বোম শুভেন্দু অধিকারী। মমতাকে উদ্দেশ্য করে বিরোধী দলনেতার মন্তব্য, “বড় বড় কথা না? বলছেন অমিত শাহকে পশ্চিমবঙ্গে একটা গুন্ডা পরামর্শ দেয়। সাহস থাকলে নামটা বলুন না।”

এখানেই থেমে থাকেননি শুভেন্দু। এরপর তিনি আরও বলেন, “আপনার মতো অহঙ্কারী ধ্বংস করার জন্য যদি গুন্ডামি করতে হয়, এক নয় এক হাজারবার করব। অহঙ্কারী, দুর্নীতির মক্ষীরানি, চোরেদের সর্দারিনী। পরিবারবাদ, তোষণ, কাটমানি যার এক মাত্র এজেন্ডা, তাকে যদি গণতান্ত্রিক ভাবে ধ্বংস করতে হয়, ভোটের মাধ্যমে যদি উপড়ে ফেলতে হয়, তা হলে এক হাজার বার গুন্ডামি করব।”

mamata suvendu

প্রসঙ্গত, দুদিন আগে রাজ্যে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বাংলায় পা রেখেই অনুব্রত গড়ে দাঁড়িয়ে মমতা, অভিষেক সহ গোটা শাসকদলকে আক্রমণ করেন। শাহ দাবি করেছিলেন ২০২৬ সালের আগেই বাংলার সরকার পড়ে যেতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যই সংবিধান বিরোধী বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এদিনের সভায় তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্যেরও পাল্টা ঝাঁঝালো জবাব দেন শুভেন্দু অধিকারী।

বাঁকুড়ার সভা থেকে বিরোধী দলনেতা বলেন, “দুপুরে ভাইপোর পিসি বড় বড় কথা বলেছেন। বলে অমিত শাহ নাকি সংবিধান মানেনি৷ উঁনি তো বিজেপির সভায় বসে বলেছেন। আর আপনি নবান্নে বসে গালি দিচ্ছেন। দু’পাশে জাতীয় পতাকা, মাথায় অশোক স্তম্ভ৷ সাইকেল দেওয়ার নাম করে বাচ্চা বাচ্চা ছেলে-মেয়েদের ডেকে এনে প্রশাসনিক সভার নামে জনসভা করে প্রধানমন্ত্রীকে বলেন কিম্ভূত কিমাকার। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন হোঁদল কুতকুত। আপনার কাছ থেকে এখন সংবিধান শিখতে হবে? পশ্চিমবঙ্গের গণতন্ত্র ধ্বংস করে সংবিধানের কথা বলছে”!

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর