মুখ্যমন্ত্রী কী ISIS দরদী? ‘দ্য কেরালা স্টোরি’ ব্যান করায় মমতাকে প্রশ্নবাণ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মমতা সরকার (WB Government)। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের পরই তোলপাড় রাজনৈতিক থেকে বিনোদন জগৎ। এবার এই নিয়েই দীর্ঘ টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamta Banerjee) তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

ঠিক কী লিখলেন নন্দীগ্রামের বিধায়ক? এদিন একটি টুইটে (Tweet) শুভেন্দু লেখেন, ‘আমি যতদূর জানি ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি কেরলায় ধর্মীয় মতাদর্শ আরোপ করে চরমপন্থী ধর্মগুরুরা কীভাবে মহিলাদের নিজেদের জালে ফেলে তার ওপর নির্মিত। ছবিতে মহিলাদের কী ভাবে ধর্মান্তরিত করে আফগানিস্তান, ইয়েমেন, সিরিয়ার মতো দেশে চরমপন্থী জঙ্গি সংগঠন ISIS-এর কার্যকলাপে যুক্ত করা হয়, তা তুলে ধরা হয়েছে’।

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে বিরোধী দলনেতা বলেন, ‘আইসিস ও তার মোডাস অপারেন্ডির বিরুদ্ধে এই ছবি তৈরী করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি আইসিসের প্রতি সহানুভূতিশীল? এই ছবি দেখানো হলে কেন বাংলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে? এই ছবি ব্যান করার সিদ্ধান্ত এখনই প্রত্যাহার করা উচিত।’

তিনি লেখেন, ‘ছবিটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা উচিত। নইলে আইনশৃঙ্খলা রক্ষা না করতে পারার দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। মনে রাখবেন কেরল হাইকোর্টও এই ছবির প্রদর্শনে স্থগিতাদেশ দেয়নি।’

পাশাপাশি প্রবীণ অভিনেতা ও প্রথিতযশা চলচ্চিত্র ব্যক্তিত্ব সাবানা আজমির প্রসঙ্গও টেনে আনেন শুভেন্দু। বলেন,’সিনে ব্যক্তিত্ব শাবানা আজমিও এই ছবির প্রদর্শনের সমর্থন নিয়ে টুইট করেছেন। তিনি জানিয়েছেন, সেন্সর বোর্ডের অনুমতি পেয়ে গেলে, অতিরিক্ত সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ছবিটির প্রদর্শন বন্ধ করার কারও কোনও ক্ষমতা নেই।’

সোমবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে বাংলায় শান্তি বজায় রাখতে দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। যাতে রাজ্যে কোনও হিংসা ও অপরাধের ঘটনা না ঘটে তার জন্যই নাকি এই পদক্ষেপ। শুধু তাই নয় তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, ‘দ্য কেরালা স্টোরি’র গল্প মনগড়া। পাশাপাশি বিজেপি সরকার মনগড়া এবং ভুল গল্প দিয়ে বাংলা ফাইল তৈরি করতে চল নির্মাতাদের অর্থ দিচ্ছে বলেও সুর চড়ান মমতা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর