বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের সময় থেকেই রাজ্যে যে দল বদলের পালা শুরু হয়েছিল তা এখনো অব্যাহত৷ সপ্তদশ লোকসভা নির্বাচনের ঠিক শুরুর সময় ঘাসফুল ছেড়ে তৃণমূল নেতৃত্বরা অনেকেই বিজেপি শিবিরে যোগ দিয়েছেন, এমন নজির রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়৷ উত্তর চব্বিশ পরগনা থেকে বাঁকুড়া কোচবিহার থেকে মেদিনীপুর সর্বত্রই ঝাঁকে ঝাঁকে তৃণমূল নেতৃত্ব সহ সদস্যরা বিজেপি শিবিরে নাম লিখেছিল৷ যদিও অনেকেই আবার ভুল বুঝতে পেরে ঘরে ফিরেছে৷ নির্বাচনের পর উত্তর চব্বিশ পরগনার হালিশহর, নৈহাটি সহ একাধিক এলাকায় ঘাসফুল ছেড়ে যাওয়া সদস্যরা তৃণমূলে যোগ দিয়েছে৷ এমনটাই হয়েছিল কোচবিহারের দিনহাটার ভেটাগুড়িতে৷
নির্বাচনের সময় থেকে লাগাতার দলবদলে নাম লিখেছে কয়েক জন তৃণমূল সদস্য৷ প্রথমে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন আর কয়েক মাস পরে বিজেপি ছেড়ে তৃণমূলে কিন্তু গত বৃহস্পতিবার ঘাসফুল ছেড়ে আবার পদ্ম শিবিরে যোগ দিলেন ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আট তৃণমূল সদস্য৷ আর এ ভাবেই ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েত তাঁদের দখলে এসেছে বলে দাবি করেছে গেরুয়াবাহিনী৷ এই প্রসঙ্গে বলতে গিয়ে সংবাদমাধ্যমের সাক্ষাত্কারে নিশিত প্রামাণিক ভয় দেখিয়ে বিজেপি সদস্যদের তৃণমূলে নিয়ে যাওয়ার দাবি তুলেছেন কিন্তু তাঁরা আবারও বিজেপিতে যোগ দিয়েছেন তাতেই খুশি৷
কোচবিহারের দিনহাটায় গত বছর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস দশটির মধ্যে দশটি আসন পেয়েছিল, কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যে লোকসভা নির্বাচনে সংখ্যালঘু দল হিসেবে নির্বাচিত হয় তৃণমূল৷ কিন্তু সেপ্টেম্বর মাসে আবার পাঁচ সদস্য তৃণমূলে ফিরে আসে, তার পর আবারও চার সদস্য তৃণমূলে যোগ দেয় এর ফলে পঞ্চায়েতের দশটি আসনের মধ্যে টি আসন তৃণমূল পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিন্তু চলতি সপ্তাহে বৃহস্পতিবার আবারও তৃণমূলের আট সদস্য বিজেপির দিকে চলে যায় এর পর আবারও সংখ্যালঘু হয়ে পড়ে তৃণমূল৷ আর এই প্রসঙ্গে বলতে গিয়ে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ যাঁরা আগের দৌড়ে ফিরে গিয়েছেন তাঁরা যে ফের দলে বদল করবেন না সেই ব্যাপারে নিশ্চয়তা নেই বলে জানান৷