বিজেপির এরপরের টার্গেট কি জানালেন দিলীপ ঘোষ!

বাংলা হান্ট ডেস্ক ঃ দ্বিতীয়বারের জন্য বিপুল জনমত নিয়ে ক্ষমতায় এসেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাতেও ১৯ টি আসন দখল করেছে বিজেপি। আগামী ৩০ তারিখ দিল্লিতে শপথ গ্রহণ করতে চলেছেন প্রধানমন্ত্রী।

শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, এরপরে কি টার্গেট রয়েছে বিজেপির।তিনি বলেন, “২০১১ নয়,টার্গেট এবার ২০২০। আগামী বছর কলকাতা পুরসভার নির্বাচন। তাই পুরসভা দখল করই আপাতত আগামীর লক্ষ্য রাজ্য বিজেপির।

তার কথায়, ” কম ওভারে বেশি রান পেতে আমরা টি-টোয়েন্টি শুরু করেছি। আমাদের পরবর্তী লক্ষ্য পাঁচ নম্বর এসএন ব্যানার্জি রোড কলকাতা পুরসভার সদর দপ্তর।

72fe0 screenshot 20190529 115330তারপর ২০২১ এর বিধানসভা নির্বাচন। “এখন দেখার বিষয় নির্ভুল ভাবে নিজেদের মিশন সম্পূর্ণ করতে পারে কিনা বিজেপি নেতৃত্ব।

সম্পর্কিত খবর