২০২১-এর বিধানসভা ভোট! ১৮ জন সদস্যকে গুরুদায়িত্ব দিল বিজেপি

বাংলা হান্ট ডেস্ক: ২০২১-এর বিধানসভা ভোট কে পাখির চোখ করেছে বিজেপি। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পে-কমিশনের ঘোষণা করেছেন। উল্টোদিকে এর সাথে সাথেই বিজেপির কেন্দ্রীয় নেতা জানিয়েছেন যে, গেরুয়া শিবির যদি রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে রাজ্য সরকারি কর্মীদের জন্য কেন্দ্রের সপ্তম পে কমিশন লাগু করা হবে। এছাড়াও শুক্রবার রাজ্য থেকে নির্বাচিত বিজেপি সাংসদ এবং রাজ্যসভার সাংসদদের মধ্যে ১৮ জনকে বিশেষ দায়িত্বও দেওয়া হয়েছে।

২০১৪-র নির্বাচনে লোকসভায় রাজ্য থেকে মাত্র দুটি আসন পেয়েছিল বিজেপি। ২০১৯-এর নির্বাচনে তা বেড়ে গিয়ে হয়েছে ১৮। যার জেরে রাজ্যবাসীর প্রতি বিজেপির দায়িত্বও বেড়েছে।

Dilip Ghosh 0

কেন্দ্রের তৈরি করা বিভিন্ন প্রকল্পে ভুলত্রুটি ধরতে বর্তমানে তৎপর হয়েছে রাজ্য গেরুয়া শিবির। শুধু তাই নয় সেগুলিকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতেও তারা সচেষ্ট। ফলে তৈরি করা হয়েছে বিভিন্ন সংসদীয় কমিটি। সবকটি সংসদীয় কমিটির সদস্য সংখ্যা ৩১। এর মধ্যে ২১ জন সদস্য রয়েছেন লোকসভা থেকে এবং ১০ জন সদস্য রয়েছেন রাজ্যসভা থেকে। আসুন জেনে নিন কারা কারা সংসদীয় কমিটিতে রয়েছেন-

১. এসএস আলুওয়ালিয়া (অর্থমন্ত্রক) বর্ধমান-দুর্গাপুর সংসদীয় আসন থেকে নির্বাচিত।
২. খগেন মুর্মু, (গণবণ্টন মন্ত্রক) মালদহ উত্তর আসন থেকে নির্বাচিত।
৩. স্বপন দাশগুপ্ত (বিদেশমন্ত্রক) রাজ্যসভার সাংসদ।
৪. রূপা গাঙ্গুলি (বাণিজ্য মন্ত্রক) বর্তমানে রাজ্যসভার সদস্য। শান্তনু ঠাকুর (বাণিজ্য মন্ত্রক) বনগাঁ থেকে নির্বাচিত।
৫. জগন্নাথ সরকার (মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক) রানাঘাট সংসদীয় আসন থেকে নির্বাচিত।
৬. জয়ন্ত রায়, *বিজ্ঞান-প্রযুক্তি-পরিবেশ-বন মন্ত্রক), জলপাইগুড়ি সংসদীয় আসন থেকে নির্বাচিত।
৭. সৌমিত্র খান, (পর্যটন মন্ত্রক), বিষ্ণুপুর সংসদীয় আসন থেকে নির্বাচিত।
৮. সুভাষ সরকার (স্বাস্থ্য, পরিবার কল্যাণ মন্ত্রক) বাঁকুড়া সংসদীয় আসন থেকে নির্বাচিত।
৯. জন বার্লা আলিপুরদুয়ার এবং রাজু বিস্তা দার্জিলিং থেকে নির্বাচিত। (শ্রম মন্ত্রক)
১০. অর্জুন সিং (সামাজিক ন্যায় বিচার মন্ত্রক), ব্যারাকপুর থেকে নির্বাচিত।
১১. কুনার হেমব্রম, (কয়লা ও স্টিল মন্ত্রক) ঝাড়গ্রাম থেকে নির্বাচিত।
১২. জ্যোতির্ময় সিং মাহাত, (কর্মীবর্গ এবং জন অভিযোগ মন্ত্রক), জ্যোতির্ময় সিং মাহাত পুরুলিয়া সংসদীয় আসন থেকে নির্বাচিত‌।
১৩. লকেট চট্টোপাধ্যায় হুগলি থেকে, সুকান্ত প্রামাণিক বালুরঘাট থেকে, নিশীথ প্রামাণিক কোচবিহার থেকে নির্বাচিত। (তথ্যপ্রযুক্তি মন্ত্রক)


Admin

Krishna Chandra Garain, BIET alum, blends mechanical ingenuity with literary finesse. An adept in technical and business content, his words breathe life into concepts. With a background in mechanical engineering, he navigates complexities effortlessly, crafting narratives that enlighten and inspire. A virtuoso of words, Krishna transforms ideas into captivating realities.

সম্পর্কিত খবর