BJP-র তৃতীয় প্রার্থীতালিকায় বিরাট চমক, ভোটে দাঁড়াচ্ছেন প্রাক্তন রাজ্যপাল!

বাংলা হান্ট ডেস্কঃ দেশজুড়ে বেজে গিয়েছে লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) দামামা। ইতিমধ্যেই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমবেশি প্রত্যেকটি দলই শুরু করে দিয়েছে ভোট প্রচার। বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস ৪২টি আসনের প্রার্থীদের নাম অনেক আগেই ঘোষণা করে দিয়েছে। তবে বিজেপির এখনও বেশ কিছু আসনে প্রার্থী দেওয়া বাকি। এই আবহে বৃহস্পতিবার তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল কেন্দ্রের শাসক দল (BJP Candidate List)।

বিজেপির প্রথম প্রার্থী তালিকায় বাংলার ২০টি কেন্দ্রের প্রার্থীর নাম ছিল। দ্বিতীয় তালিকায় বাংলার কারোর নাম ছিল না। আশা করা হয়েছিল, তৃতীয় তালিকায় হয়তো বাংলার বাকি প্রার্থীদের নাম প্রকাশ করবে পদ্ম-শিবির। তবে তেমনটা হল না। বৃহস্পতিবার তামিলনাড়ুর ৯টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি (BJP)। এর মধ্যে আবার নাম রয়েছে এক প্রাক্তন রাজ্যপালের (Ex Governor)।

   

গেরুয়া-শিবিরের তৃতীয় প্রার্থী তালিকায় যে ৯জন প্রার্থীর নাম রয়েছে তাঁদের মধ্যে অন্যতম হলেন তেলেঙ্গানার প্রাক্তন রাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজন (Tamilisai Soundararajan)। চেন্নাই দক্ষিণ কেন্দ্র থেকে তাঁকে দাঁড় করানো হয়েছে। ‘টিআর বালু-গড়’ হিসেবে খ্যাত এই আসনেই পদ্ম-প্রার্থী করা হয়েছে প্রাক্তন রাজ্যপালকে।

আরও পড়ুনঃ কেষ্ট গড়ের BJP প্রার্থী প্রিয়াকে নিয়ে শোরগোল! এই মহিলার ইতিহাস জানলে ভিরমি খাবেন

তামিলিসাই সৌন্দরারাজন ছাড়া কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগন, কে আন্নামালাইয়ের নামও রয়েছে বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায়। চব্বিশের লোকসভা নির্বাচনের আগেও বিজেপির টিকিটে ভোট ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তেলেঙ্গানার প্রাক্তন রাজ্যপাল। একবার লোকসভা এবং দু’বার বিধানসভা ভোটে তাঁকে প্রার্থী করেছিল পদ্ম-শিবির। তবে একবারও জয়ী হতে পারেননি দক্ষিণ চেন্নাইয়ের প্রার্থী। গত মঙ্গলবার তেলেঙ্গানার রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়ে ফের রাজনীতির ময়দানে ফিরে আসেন তামিলিসাই। বিজেপিতে যোগ দেওয়ার দু’দিনের মাথায় প্রার্থী হিসেবে ঘোষণা করা হল তাঁর নাম।

ex governor tamilisai soundararajan name in bjp third candidate list

প্রসঙ্গত, চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় এখনও অর্ধেকের বেশি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। প্রথম প্রার্থী তালিকায় ২০টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করলেও, আসানসোলের প্রার্থী পবন সিং নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। অর্থাৎ এখনও ২৩টি আসনে প্রার্থী দিতে হবে পদ্ম-শিবিরকে। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সব ঠিক হয়ে গিয়েছে। আগামী ২২-২৩ তারিখের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর