বাংলা হান্ট ডেস্কঃ পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ভূপতিনগরে তৃণমূল আর বিজেপির মধ্যে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। শাসক দলের তরফ থেকে দাবি করা হয়েছে যে, তাঁরা ভোট দিতে যেতে পারছেন না! ভোট দিতে গেলেই তাঁদের বাড়িঘর ভেঙে ফেলার শাসানি দিয়ে গেছে বিজেপির লোকেরা, দাবি শাসক দলের কর্মীদের। আরেকদিকে, বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে।
শাসক দলের এক কর্মী বলেন, ‘গতকাল রাতে ওনার বাড়ির সামনে চারটে বোমা ফাটানো হয়েছে। ওনার পরিবার এবং এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে।” তিনি জানান, সেই আতঙ্কে কেউ আজ বুথ মুখো হন নি। আরেকদিকে বিজেপির তরফ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে যে, তৃণমূলের লোকেরাই ভোটের আগেরদিন রাত থেকে এলাকায় সন্ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করেছে। বিজেপির স্থানীয় নেতারা অভিযোগ করে বলেন, তৃণমূলের লোকেরা এলাকায় বোমাবাজি করেছে। অনেকেই ভয়ে ভোট দিতে যেতে পারছে না।
তবে এই ঘটনার জেরে বেশ আতঙ্কিত গ্রামের মহিলারাও। বুথে গেলেই তাঁদের সঙ্গে কোনও অঘটন ঘটতে পারে সেই আশঙ্কায় বুথ মুখো হচ্ছেন না তাঁরা। এমনকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওনাদের নিরাপত্তার দায়িত্ব নিলেও এলাকার মহিলারা ভোট দিতে যেতে চাইছেন না। তাঁদের দাবি, ভোট দিতে গেলে গোটা গ্রাম একসাথে যাব, নচেৎ না।