শুভেন্দুর মিছিলে হামলা, বিজেপির বিধায়কের ভাইকে অপহরণের অভিযোগ! উত্তপ্ত খেজুরি

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় ফের বিজেপির উপর হামলার অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। এবার বিজেপির বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খেজুরির পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এছাড়াও বিজেপির দুজন কর্মীকে অপহরণ করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

বিজেপি অভিযোগ করে বলেছে যে, তাঁদের বিধায়ক শান্তনু প্রামাণিকের ভাইকে উঠিয়ে নিয়ে গিয়েছে তৃণমূলের গুণ্ডারা। শাসক দলের এমন গুন্ডাগিরির প্রতিবাদে জায়গায় জায়গায় বিক্ষোভে নেমেছে বিজেপির নেতা-কর্মীরা। পাশাপাশি পুলিশ তাঁদের প্রতিবাদ মিছিল আটকাতে গেলে, তাঁদের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েছেন বিজেপির কর্মীরা। যদিও, বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

উল্লেখ্য, বুধবার রাজ্য সরকারের বিরুদ্ধে পেট্রোপণ্যের দাম কমানো সহ একাধিক ইস্যু নিয়ে খেজুরিতে মিছিলের আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। সেই মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মিছিলেই হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মারধর করে তাঁদের দুজন কর্মীকে অপহরণ করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। যদিও, তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

259163772 4073647392736802 4183757924604263653 n

এই ঘটনার প্রতিবাদে কাঁথি সাংগঠনিক জেলার জায়গায় জায়গায় প্রতিবাদে নেমেছে গেরুয়া শিবির। পুলিশের পক্ষ থেকে বিজেপির অবরোধ তুলতে গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মীরা। শুরু হয় বচসাও। এই ঘটনার পর থমথমে রয়েছে গোটা এলাকা।


Koushik Dutta

সম্পর্কিত খবর