বঞ্চনার অভিযোগ, বাজেট অধিবেশনে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে BJP, দাবি শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) বনাম ভারতীয় জনতা পার্টির (Bharatiya Janata Party) দ্বন্দ্ব অব্যাহত আর এবার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসার প্রসঙ্গে বড়সড় দাবি করে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে এক্ষেত্রে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে বলে জানান শুভেন্দু।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় উত্তপ্ত হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। সম্প্রতি, অতিরিক্ত শূন্য পদ তৈরি করার মাধ্যমে অযোগ্যদের চাকরি দেওয়া প্রসঙ্গে প্রস্তাব রাখে কমিশন। এই সংক্রান্ত একটি মামলায় ক্ষোভ প্রকাশ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, “অযোগ্যদের কেন চাকরি দেওয়ার কথা বলা হচ্ছে? কার নির্দেশে চলছে এইসব?”

এমনকি পরবর্তীতে নির্বাচন কমিশনকে বলে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতীক বাতিল করার বিষয়েও মন্তব্য প্রকাশ করেন অভিজিৎবাবু আর এদিন এই প্রসঙ্গটিকে বিধানসভায় টেনে নিয়ে আসে রাজ্যের প্রধান বিরোধী দল।

এদিন বিধানসভার অধিবেশনে বিজেপির তরফ থেকে মুলতুবি প্রস্তাব আনা হলে তা খারিজ করে দেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে বিচারাধীন কোন বিষয় নিয়ে আলোচনা করা যাবে না বলে জানিয়ে দেন বিমানবাবু। পরবর্তীতে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি বিধায়করা। পরবর্তীতে সমাধানের রাস্তা বের করার চেষ্টা করা হলেও স্পিকারের সেই প্রয়াস খারিজ করে দেয় বিজেপি।

jpg 20221128 133425 0000

বিধানসভা সূত্রের খবর, এরপর স্পিকার জানান, বিজেপির মোট চার বিধায়ক পরবর্তী দুদিন অধিবেশনে কোনরকম প্রস্তাব কিংবা স্বাক্ষর করতে সক্ষম হবেন না। বর্তমানে স্পিকারের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। এই প্রসঙ্গে এদিন বিরোধী দলনেতা বলেন, “কোনো বিষয় বিচারাধীন রয়েছে, তার যুক্তিতে মন্ত্রিসভার কোন সিদ্ধান্ত প্রসঙ্গে বিধানসভায় আলোচনা করা যাবে না, এর কোন মানে নেই। ওনার বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলার পাশাপাশি পরবর্তী বাজেট অধিবেশনে অনাস্থা প্রস্তাব আনবে বিজেপি।” তবে এক্ষেত্রে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শুভেন্দু।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর