শুনতে হয়েছে কটূক্তি! তবুও নিজের কাজে অবিচল থেকে দেশের প্রথম “রেলওয়ে গেটওম্যান” হলেন সালমা

বাংলা হান্ট ডেস্ক: রেল ক্রসিং (Rail Crossing) পেরোনোর সময়ে আপনি নিশ্চয়ই কোনো একজন ব্যক্তিকে গেটম্যান হিসেবে ক্রসিংটিকে বন্ধ করতে ও খুলে দিতে দেখেছেন। অন্তত, এই কাজটিকে সবসময় একজন পুরুষকেই সামলাতে দেখেছি আমরা। তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন এক মহিলার প্রসঙ্গ উপস্থাপিত করব যিনি গত ১০ বছর যাবৎ এই কাজটি করে চলেছেন।

শুধু তাই নয়, ইতিমধ্যেই তিনি দেশের প্রথম রেলওয়ে গেটওম্যান (Railway Gatewoman) হিসেবেও বিবেচিত হয়েছেন। জানা গিয়েছে, লখনউ সদর দফতর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে মালহাউর রেল ক্রসিংয়ে দক্ষতার সাথে এই কাজ করে আসছেন ২৯ বছর বয়সী সালমা বেগ। ১৯ বছর বয়স থেকে সালমা ভারি লোহার চাকা ঘুরিয়ে প্রতিদিন রেল ক্রসিং খোলা ও বন্ধ রেখে সুষ্ঠুভাবে কাজ করে চলেছেন। শুধু তাই নয়, তাঁকে এই কাজ করতে দেখে তাঁর আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যে অনেকেই বিরোধিতা করেছিলেন। যদিও কোনোকিছুই তাঁর মনোবলকে ভেঙে দেয়নি।

প্রতিবেশী ও আত্মীয়রা বিরোধিতা করলেও বাবা সমর্থন করেন তাঁকে: এই প্রসঙ্গে গণমাধ্যমের খবর অনুযায়ী জানা গিয়েছে যে, সালমার বাবা রেলওয়েতে গেটম্যান হিসেবে কাজ করতেন। যদিও, অসুস্থতার কারণে তাঁকে তাঁর চাকরি ছাড়তে হয়। তিনি কম শুনতে শুরু করেছিলেন। এদিকে, সালমার মাও পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। এমতাবস্থায়, বাড়িতে আর কোনো উপার্জনশীল ব্যক্তি ছিল না। তখন সালমার বয়স ছিল ১৯ বছর। সেইসময়েই সালমা “গেটওম্যান” হওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে, একজন মহিলাকে এই কাজ করতে দেখে বিষ্মিত হয়ে যান রেল বিভাগের লোকজনও। এমনকি, অনেকেই তাঁকে এই কাজের অনুপযুক্ত মনে করার পাশাপাশি কটূক্তিও করেন। যদিও, সালমা তাঁর কাজের প্রতি অবিচল ছিলেন। এদিকে, প্রশিক্ষণ শেষ করার পর ডিউটি করার সময়ে একমাস যাবৎ সালমার কাছে থাকতেন তাঁর বাবা। ধীরে ধীরে এই কাজটি ভালোভাবে করতে পারদর্শী হয়ে ওঠেন সালমা। এমতাবস্থায়, আজ প্রায় ১০ বছর যাবৎ কাজটি করে চলেছেন তিনি।

salma Beig Gatewomen 6371ec41d4574 1

স্বামীও চাননি যে তিনি চাকরি করুন: উল্লেখ্য যে, ১২ ঘন্টা যাবৎ ডিউটি ​​করা সালমার জন্য আদৌ সহজ ছিল না। কিন্তু তিনি তা দক্ষতার সাথে করে দেখিয়েছেন। আজ মানুষ তাঁর কাজের প্রশংসা করেন এবং একসাথে ছবিও তোলেন। পাশাপাশি, রেল বিভাগের কর্মচারীরাও তাঁর ভূয়সী প্রশংসা করেন। এই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে সালমা জানান, এই কাজের কারণেই বিয়ে ঠিক হওয়ার দুই বছর পরে বিয়ে করেন তিনি। কারণ, তাঁর হবু স্বামী চাননি যে তিনি এই কাজটি করুন। কিন্তু সালমা তাঁকে জানান, তিনি এই চাকরি ছাড়বেন না। তবে, এখন তাঁর স্বামীও তাঁকে সমর্থন করেন। জানা গিয়েছে, সালমার এক বছরের একটি ছেলে রয়েছে। এমতাবস্থায়, বর্তমানে তিনি তাঁর চাকরি সামলে সংসারের দায়িত্বও দারুণভাবে সামলাচ্ছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর