অসম জয়! মিষ্টি বিতরণ শুরু, ৭৯ সিটে এগিয়ে বিজেপি

বাংলাহান্ট ডেস্কঃ অসমে মোট ১২৬টি আসনে হয়েছে ভোটগ্রহণ (Assembly Election 2021)। মসনদে বসতে লাগবে ৬৪টি আসন। সেরাজ্যে ৯৪৬ জন প্রার্থীর আজ হচ্ছে ভাগ্য নির্ধারণ। জানিয়ে দি, ২০১৬-র বিধানসভা নির্বাচনে অসমে জয়লাভ করেছিল বিজেপি। এবার সেই জয়ের ধারা অব্যহত রেখে প্রত্যাবর্তনের আসায় গেরুয়া শিবির (BJP)।

সকাল ৮টা থেকেই করোনা বিধি মেনে সে রাজ্যে শুরু হয়েছে ভোটগণনা। শুরুতে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। ৩টি আসনে বিজেপি এবং ৩টি আসনে কংগ্রেসের এগিয়ে থাকার মধ্য দিয়ে শুরু হয়েছিল কাঁটার টক্কর।

শেষ পাওয়া আপডেট পর্যন্ত অসমে এগিয়ে বিজেপি। পিছিয়ে কংগ্রেস। ৭৯টি সিটে এগিয়ে বিজেপি। অর্থাৎ ম্যাজিকফিগার পার গেরুয়া শিবিরের। আর জয় নিশ্চিত বুঝেই শুরু হল দলীয় কর্মীদের উল্লাস। গুয়াহাটিতে মিষ্টি বিতরণ করে উৎসবের সূচনা করল কর্মীরা।

প্রসঙ্গত, এদিন জয় ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী সর্বনন্দ সানওয়াল জানিয়ে দিয়েছিলেন, প্রাথমিক ট্রেন্ড দেখে মনে হচ্ছে বিজেপির জয় নিশ্চিত।


সম্পর্কিত খবর