বিজেপির দলীয় পতাকা লাগানো নিয়ে বচসা-বোমাবাজি,রণক্ষেত্র ফের নানুর

নিজস্ব প্রতিনিধি,নানুর,বীরভূমঃ বিজেপির দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি-তৃনমূল সংঘর্ষে ফের রণক্ষেত্রের চেহারা নিলো নানুরের রামকৃষ্ণপুর গ্রাম। অভিযোগ,বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি করে তৃনমূল আশ্রিত দুস্কৃতিরা।

11 11 57 pr160619state

স্থানীয় সূত্রে জানা গেছে,গতকাল ওই গ্রামে বিজেপির নেতা-কর্মীরা দলীয় পতাকা লাগাতে যায়। সেই পতাকা লাগানো নিয়ে প্রথমে তৃনমূলের সাথে বিজেপির কর্মীদের বচসা বাধে। তারপরেই শুরু হয় বোমাবাজি। অভিযোগ,বিজেপি কর্মী স্বরূপ গড়াইকে লক্ষ্য করে গুলি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় তিনি গুরুতর জখম হন। তড়িঘড়ি তাকে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে বর্ধমান মেডিকেল কলজে ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও এই ঘটনার বিষয়ে উভয়পক্ষই মুখ খুলতে চায়নি।

11 10 20 IMG 20181217 WA0008

ঘটনা ঘটার পরেই ঘটনাস্থলে পৌঁছায় নানুর থানার

11 29 26 images

পুলিশ। এলাকায় একটা চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। ওখানকার বাসিন্দাদের এখন চোখে,মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। এলাকাটিতে যাতে আর কোনো অশান্তি না হয় সেইজন্য মোতায়েন করা হয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছেন,এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

সূত্রের খবর,বিজেপির যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অনুপম হাজরা ওই গ্রাম পরিদর্শনে যাবেন বলে জানা গেছে।

Udayan Biswas

সম্পর্কিত খবর