বাংলাহান্ট ডেস্ক : তিনি দল ছাড়লেও দল যেন ভুলতে পারছে না তাঁকে। তাই। আসানসোল উপনির্বাচনের প্রচারে আবারও দেখা গেল বিজেপির ভরসা সেই বাবুল সুপ্রিয়র গাওয়া গানেই। ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। কার্যতই তাঁর দলত্যাগের কারণেই অনুষ্ঠিত হচ্ছে আসানসোল লোকসভা উপনির্বাচন। এরই মধ্যে বাবুলের বর্তমান বিরোধী শিবিরকে হাতিয়ার করতে শোনা গেল অতীতে তাঁর গাওয়া গানকেই। বাবুল সুপ্রিয়য় গাওয়া ‘এই তৃণমূল আর না’ গানকে ব্যবহার করেই শনিবার প্রচার সারলেন আসানসোলের বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল।
এদিন হুডখোলা গাড়ি করে ধেনোমেন কোলিয়ারি থেকে মিঠানি হয়ে নিয়ামতপুর অবধি রোড শো করেন অগ্নিমিত্রা। আর সেই সময়েই রোড শোয়ের শুরু এবং শেষের দিকে বাজতে দেখা যায় বাবুল সুপ্রিয়র গাওয়া ‘এই তৃণমূল আর না’ গানটিকে।
কিন্তু এতকিছু থাকতে হঠাৎ বিরোধী শিবিরে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়র গানই কেন? এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন,’বাবুলদা এত ভালোবেসে যত্ন করে গানটি গেয়েছিলেন। আমরা কি আর সেই গানকে অসম্মান করতে পারি বা ফেলে দিতে পারি? ওঁর গানের মধ্যেই তো রয়েছে কালিঘাটের টালির চালা, ওই চোরেদের পাঠশালা। এই গান আসানসোলের মানুষ শুনছেন। এখানকার মানুষও দেখুক তিনি কীভাবে প্রতারণা করে পালিয়েছেন। মানুষের স্মৃতিতে সব কিছু তুলে আনার জন্যই আমরা এই গান ব্যবহার করছি।’
একই সঙ্গে এদিন আসানসোলে তৃণমূলের হয়ে অনুব্রত মণ্ডলের প্রচারকে ঘিরেও ক্ষোভ এবং আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি নেত্রী। তাঁর অভিযোগ, ‘অনুব্রত মণ্ডল ভায়োলেশনের প্রতীক। উনি যেখানেই থাকেন সেখানে লাশের বন্যা বয়ে যায়। আমরা শুনেছি তিনি নাকি আসানসোলের লোকসভা উপনির্বাচনের দায়িত্ব পেয়েছেন। তাই আমরা নির্বাচন কমিশনকে অভিযোগ জানাব ওঁকে যেন আসানসোল থেকে হটিয়ে দেওয়া হয়। আমরা সুস্থ ও শান্তির নির্বাচন চাই।’ আসানসোল উপনির্বাচনে শান্তি এবং নিরাপত্তা রক্ষার জন্য ২০০-২৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও দাবি করতে শোনা যায় তাঁকে।
তাঁর এই বক্তব্যের পালটা দিয়েছেন তৃণমূল নেতা তথা পৌর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘অতীতে অনুব্রত মণ্ডলের তত্ত্বাবধানে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট হয়েছে। সেখানে তো কখনও অশান্তি হয়নি। তাহলে এখন অশান্তির আশঙ্কা কীসের?’ ভোটের বাজারে প্রচারে আসার জন্য এসব বলছেন অগ্নিমিত্রা এমনটাই দাবি তৃনমুল নেতার।