‘বিজেপি নিজের স্বার্থে অপরাধী ও আতঙ্কবাদীদের সাহায্য করে’, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মেহবুবা মুফতি

বাংলাহান্ট ডেস্ক : জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির নিশানায় বিজেপি। পিডিপির প্রধাব এদিন বলেন বিজেপি সমস্ত রকম অপরাধমূলক কর্মকাণ্ডে ইন্ধন যোগায়। শুধু তাই নয়, তাঁর দাবি বিজেপি অপরাধীদের নিজের স্বার্থে ব্যবহারও করে। পুলওয়ামা হামলা বিষয়ে বলতে গিয়ে বিজেপির বিরুদ্ধে এই ভয়ংকর অভিযোগ আনলেন মেহবুবা মুফতি।

কী অভিযোগ তাঁর? এদিন তিনি বলেন, ‘পুলওয়ামা হামলার বিষয়ে একাধিক বার নানান প্রশ্ন উঠে আসে। আজ পর্যন্ত এই হামলার পিছনে কার দায় সেই রহস্য আজও প্রকাশ পায়নি। শুধু তাই নয়, এই হামলায় গ্রেফতার হওয়া দেবেন্দ্র সিংহকে ছেড়ে দিয়েছে পুলিশ। কিভাবে এই হামলা হয়েছিল আজ পর্যন্ত সেই বিষয়ে কোনও তদন্ত হয়নি কেন? এই হামলায় লাভ কার হয়? শুধুমাত্র বিজেপির।’

এমনকি, উদয়পুরে দর্জি কানহাইয়া লালের নৃশংস হত্যাকাণ্ড এবং বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার হওয়া মহম্মদ রিায়াজের সঙ্গে বিজেপির যোগ আছে বলেও জোড়ালো দাবি করেন মেহবুবা মুফতি। তিনি বলেন, ‘গোরক্ষক হোক বা আতঙ্কবাদী, সকলেই বিজেপি ব্যবহার করে সাম্প্রদায়িক বিভেদ লাগাবার জন্য।

প্রসঙ্গত, একবার অমিত শাহ তাঁর ট্যুইটার হ্যণ্ডেল থেকে লেখেন এ দিন নিজের টুইটার হ্যান্ডলে শাহ লেখেন, ‘গুপকার গ্যাং বিশ্বায়নের পথে হাঁটছে। ওরা চায়, জম্মু ও কাশ্মীরে বিদেশি শক্তি এসে নাক গলাক। প্রতিনিয়ত তেরঙ্গার অবমাননা করে ওরা। কংগ্রেস এবং গুপকার গ্যাং জম্মু ও কাশ্মীরকে সন্ত্রাস এবং অশান্তিরে যুগে ফিরিয়ে নিয়ে যেতে চায়। দলিত, মহিলা ও উপজাতিদের অধিকার কেড়ে নিতে যায়, ৩৭০ ধারা প্রত্যাহার করে আমরা যা সুনিশ্চিত করেছি এই কারণেই সর্বত্র মানুষ ওদের প্রত্যাখ্যান করছে।’ অমিত শাহের এই বক্তব্যেরই পাল্টা জবাব মেহবুব মুফতি দিলেন বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

Sudipto

সম্পর্কিত খবর