বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সদস্যতা অভিযান শুরু করে দিয়েছে। একদিকে কংগ্রেস যখন নেতৃত্ব নিয়ে সংকটে পড়েছে। তখন আরেকদিকে ভারতীয় জনতা পার্টি ২০২৪ এর নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়েছে। এইবার বিজেপি দক্ষিণ ভারতে নিজেদের দুর্গ মজবুত করার কাজে লেগেছে।
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে বারাণসী তে সদস্যতা অভিযান শুরু করেন, আরেকদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তেলেঙ্গানাতে বিজেপির দুর্গ মজবুত করার কাজে লেগে পড়েন। তেলেঙ্গানায় একটি সভাতে অমিত শাহ বলেন, ‘আমরা গর্ব করি যে, আমাদের দল আদর্শ নিয়ে চলে। আমাদের দল সংগঠনের উপর নির্ভর করে বিস্তারিত হয়। যেই দল গুলো সংগঠনের উপর ভরসা করে বিস্তারিত হয়, তাঁদের বিস্তার মন্থর হলেও, মজবুত হয়।”
একদিকে বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী পাঁচ বছরের রুপ রেখা তৈরি করছে, তখন আরেকদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দলের কার্যকরতাদের তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশ আর কেরলে নিজদের সংগঠন মজবুত করার জন্য বার্তা দেন।
কেরল, অন্ধ্র প্রদেশ আর তেলেঙ্গানার সাথে সাথে এবার কর্ণাটকের দিকেও বিশেষ নজর দিচ্ছে বিজেপি। কর্ণাটকে ১৩ বিধায়কদের ইস্তফার পর রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে। ১৩ মাসের পুরানো কংগ্রেস – জেডিএস জোটের সরকার বাঁচানোর জন্য তাঁরা যথাসম্ভব চেষ্টা করছে। আর এরই সোমবার আরেক নির্দলীয় বিধায়ক নাগেশ মন্ত্রীপদ থেকে ইস্তফা দিয়ে দেন। উনি নিজের ইস্তফা রাজ্যপালের কাছে পাঠিয়ে দিয়েছেন। কর্ণাটকের নির্দলীয় বিধায়ক তথা মন্ত্রী পদত্যাগ করে বিজেপিকে সমর্থনের কথাও জানিয়ে দিয়েছেন।