ইঞ্চিতে ইঞ্চিতে বিজেপিকে বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

Published On:

বাংলা হান্ট ডেস্ক : আজ ২১শে জুলাই ধর্মতলায় তৃণমূলের মহা সমাবেশ। বিভিন্ন জেলা থেকে কর্মী-সমর্থক এসে ভিড় জমিয়েছেন ধর্মতলায়। আজ সভা মঞ্চ থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,” গোটা দেশের গণতন্ত্র শেষ করেছে বিজেপি।

বাংলাতেও অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। মাথা নত করবে না বাংলা। ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। আমাদের কর্মীদের কোনও ক্ষতি হলে ছেড়ে দেব না। রাজিব গান্ধীও একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার চালাতে পারেন নি। বিজেপির এই অহংকারেই পতন হবে।”


শুধু তাই নয়, তিনি আরও বলেন, “সমাবেশে আমাদের কর্মীদের মারধর করেছে বিজেপি। আমাদের আটকাতে চাইছে বিজেপি। কিন্তু আমাদেরকে এভাবে আটকানো যাবে না। তৃণমূল সমর্থকরা সংস্কৃতি বোঝে। বিজেপি দেশ থেকে না গেলে কখনো উন্নতি সম্ভব নয়।” ২১ শে জুলাই ধর্মতলায় তৃণমূলের সভা মঞ্চ থেকে বিস্ফোরক মমতা ব্যানার্জি।

X