রাজ্য সরকার দমনমূলক নীতি নিয়েছে-ভারতী,পুলিশ বিজেপির খণ্ডযুদ্ধ

বাংলাহান্ট,পশ্চিম মেদিনীপুর:- পুলিশের সন্ত্রাস ও অত্যাচার এর বিরুদ্ধে বিজেপির আইন অমান্য কর্মসূচি ঘিরে রনক্ষেত্র মেদিনীপুর শহর। বিজেপি কর্মীদের হঠাতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল।

IMG 20190805 WA0113

 

জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগে সোমবার পুলিশ সুপারের কার্যালয় ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপি।

IMG 20190805 WA0120

কর্মসূচিতে অংশ নেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু ও প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। বিক্ষোভকারীরা প্রথম ব্যারিকেড ভেঙে এগোতেই তাঁদের বাধা দেয় পুলিশ। তখনই পুলিশকে লক্ষ্য করে বিজেপির কর্মী সমর্থকরা ইট ছোড়ে বলে অভিযোগ। দ্বিতীয় ব্যারিকেড ভাঙতে গেলে বিক্ষোভকারীদের উপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।

তাঁদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়। পুলিশের লাঠিতে তাঁদের দলের অন্তত ৩৫ জন কর্মী জখম হয়েছেন বলে বিজেপি নেতৃত্বের অভিযোগ। মেদিনীপুর মেডিক্যাল কলেজে আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।IMG 20190805 WA0117

ভারতী ঘোষ জানান, বিনা প্ররোচনায় পুলিশ তাঁদের কর্মী সমর্থকদের শান্তিপূর্ণ আন্দোলনে লাঠি চালিয়েছে।

IMG 20190805 WA0112 রাজ্য সরকার দমনমূলক নীতি নিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।


Udayan Biswas

সম্পর্কিত খবর