বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের দিকে

Published On:

সৌগত মন্ডল ,রামপুরহাট-বীরভূম : কয়েকদিন আগে বীরভূমের সিউড়ী ২ নম্বর ব্লক কোমা পঞ্চায়েত তৃণমূলের হাত থেকে বিজেপির দখলে আসে।

এদিন বিকেলে কোমা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত গাংটে গ্রামে তৃণমূলের মিছিল ছিল। কিন্তু সেই মিছিলে তৃণমূলের বহিরাগত লোকজনের সংখ্যা ছিল অধিক প্রায় ৪০০ জনের উপর।মিছিলের শেষে তৃণমূলের লোকজন বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করে মারধর করে এবং মহিলাদের সঙ্গে অসভ্য আচরণ করে শাড়ি ধরে টানাটানি করে ,এমনটাই অভিযোগ করছে বিজেপি কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে ।

কোমা গ্রামের বিজেপি কর্মীরা জানাই, তারা বিজেপি দল করে বলে, তাদের উপর চড়াও হয় তৃণমূলের কর্মীরা।

X