রক্ষকই ভক্ষক, পদত্যাগ চাই দেবের! পোস্টার পড়ল ঘাটালে

বাংলাহান্ট ডেস্ক: বাড়ির ছেলে রাজ্যের শাসক দলের সাংসদ। অথচ তাঁরই পরিবারের সদস্যের দিন কাটছে অসহায় ভাবে। কথা হচ্ছে, তৃণমূলের (Trinamool Congress) অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের (Dev) ব্যাপারে। তাঁর তুতো ভাই কিছুদিন আগেই সংবাদ মাধ্যমে দাবি করেছিলেন, দাদা দেবের নাম নিয়ে কাটমানি খাচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এমনকি টাকা নেওয়া হয়েছে দেবের ভাইয়ের কাছ থেকেও। এবার এই ইস্যুতেই দেবের পদত্যাগ দাবি করল বিজেপি।

পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের মহিষদা গ্রামের বাসিন্দা দেবের ভাই বিক্রম অধিকারী দাবি করেছিলেন, আবাস যোজনায় তাঁর নাম থাকা সত্ত্বেও বাড়ি বানাতে পারেননি তিনি। সেই বাবদ অনুদানের টাকা চলে গিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছে। এখনো ভাঙাচোরা বাড়িতেই পরিবার নিয়ে বাস করছেন দেবের ভাই। বিক্রম অধিকারীর এই অভিযোগের ভিত্তিতেই এবার তৃণমূলের তারকা সাংসদের পদত্যাগের দাবি করল বিজেপি।

dev

দেবের পদত্যাগ চেয়ে পোস্টার পড়ল ঘাটালের বিভিন্ন জায়গায়। পাঁশকুড়া বাসস্ট্যান্ড থেকে শুরু করে ঘাটাল কলেজ, মহকুমা শাসকের দফতরের মতো এলাকায় পড়েছে পোস্টার। বেশিরভাগ পোস্টারে লেখা, ‘ঘরের ছেলে সাংসদ থাকা সত্ত্বেও বাড়ির টাকা নেওয়া হল কেন? দীপক অধিকারী জবাব দাও’। শুধু দেব নয়, বিধায়ক শিউলি সাহাকেও পড়তে হয়েছে আক্রমণের মুখে।

পোস্টার দেওয়ার কথা অস্বীকার করেনি স্থানীয় বিজেপি নেতৃত্ব। ঘাটালের বিজেপি বিধায়ক স্পষ্ট বলেন, সাংসদ দেবের ভাই-ই অভিযোগ করেছেন যে আবাস যোজনার বাড়ি পেতে টাকা দিতে হয়। খোদ সাংসদের পরিবারের সদস্যের থেকে এমন অভিযোগ পেয়েই এই পোস্টারগুলো ফেলা হয়েছে। দেবের পদত্যাগ চায় বিরোধী শিবির।

ভাইয়ের অভিযোগের কোনো উত্তর মেলেনি দেবের তরফে। বিজেপির পোস্টার রাজনীতি নিয়েও মুখ কুলুপ সাংসদের। তাঁর এই মৌনব্রতকেই হাতিয়ার করে পালটা পুর চড়িয়েছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কোঅর্ডিনেটর অজিত মাইতির কটাক্ষ, বিজেপির মুশকিল, কখন কী বলতে হবে তা বুঝতে পারছে না।

দেব এইসব কুৎসার জবাব দেন না বলেই এরা আরো উঠেপড়ে লেগেছে। অন্যদিকে তৃণমূল বিধায়ক শিউলি সাহা বলেন, কেশপুরের সব বাসিন্দার মতো দেবের ভাই বিক্রম অধিকারীর গুরুত্বও তাঁর কাছে একই রকম। তাঁর কাছ থেকে টাকা নেওয়া হলে তিনি অভিযোগ দায়ের করেননি কেন? প্রশ্ন তুলেছেন বিধায়ক।

Niranjana Nag

সম্পর্কিত খবর