৯০ শতাংশ মুসলিম ভোট লক্ষ্য, বিশাল ছক কষছে বিজেপি

বাংলাহান্ট ডেস্ক : তথাকথিত মুসলিম বিরোধী তথা হিন্দুত্ববাদী (Hindutva) দল বিজেপিও (BJP) এবার মুসলিম (Muslim) ভোটব্যাঙ্ককে নিজেদের বাক্সে বন্দী করার বিষয়ে জোর দিচ্ছে। হায়দরাবাদে (Hyderabad) অনুষ্ঠিত হওয়া দু’দিন ধরে চলা বিজেপির কার্যনির্বাহী সভাতেও উঠে এসেছে এই প্রসঙ্গ। কিভাবে দেশের অধিকাংশ মুসলিম ভোটকে কুক্ষিগত করা যায়? কোন অঙ্কেই বা সম্ভব সেটা? উত্তর একটাই, ‘পসমন্দা মুসলিম তত্ত্ব’ (Pasmanda Muslim Theory)। কী সেটা জেনে নিন…

ইদানিংকালে ভারতীয় রাজনীতিতে পসমান্দা মুসলিম খুব পরিচিত একটি শব্দ। ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই তত্ত্বে বিশ্বাসী। যোগী সরকার ২.০ তে পসমান্দা মুসলিম দানিশ আনসারিকে মন্ত্রী পদ দিয়ে রীতিমতো চমক দিয়েছে বিজেপি। শুধু তাই নয়, দানিশ আনসারিকে যখন মন্ত্রীপদ দেওয়া হয় তখন তিনি বিধানসভা বা বিধানপরিষদ কোনও হাউসেরই সদস্য ছিলেন না। এরপরই আসে সমাজবাদী পার্টির পালা। অখিলেশ-মুলায়মের সমাজবাদী পার্টি যখনই বিধান পরিষদের কাউকে নির্বাচন করার সু্যোগ পেল তখনই একজন পসমান্দা মুসলিমকেই নির্বাচন করে। জাসমীর আনসারিকে অখিলেশ পাঠালেন বিধান পরিষদে।

কী এই পসমান্দা মুসলিম?

‘পসমান্দা’ একটি পার্সিয়ান শব্দ। যার মানে হলো একটা গোষ্ঠীর সেই ব্যক্তি যে যাত্রাকালে পিছিয়ে পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হায়দরাবাদের বৈঠকে যে সংখ্যালঘুদের আরও কাছে টানার কথা বলেছেন তা আদতে এই পসমান্দা তত্ত্বই। জানা যাচ্ছে, কেন্দ্র সরকার ও বিভিন্ন রাজ্যের বিজেপি সরকারের পরিকল্পনা ওবিসি অর্থাৎ পিছিয়ে পড়া মুসলিমদের নিয়ে। ডেমোগ্রাফি অনুসারে দেশে যত সংখ্যক মুসলিম আছে তার মধ্যে ৯০ শতাংশই পসমান্দা শ্রেণির মুসলিম।

মণ্ডল কমিশনের সুপারিশে পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যে যে সচেতনতা দেখা যায় তা শুধুমাত্র হিন্দু নয়, বরং মুসলিম সমাজের ছড়িয়ে পরে। এই পসমান্দা মুসলিম নিজের ধর্মের উচ্চবর্গের আওতা থেকে বেরিয়ে নিজেদের পরিচয় তৈরি করতে চায়। বিহারে এই পসমান্দা মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করার জন্য বেশ কিছু সংগঠনও তৈরি হয়েছে। পরবর্তী লোকসভা নির্বাচনের জন্য বিজেপির পরিকল্পনাই হলো উচ্চবর্গের ছত্রছায়া থেকে বের করে এই পসমান্দা মুসলমানদের সুবিশাল ভোট ব্যাঙ্ককে কুক্ষিগত করা। পরিকল্পনা সফল হলে বিজেপির বিজয় রথকে রুখে দেওয়ার ক্ষমতা ইদানিংকালে কারুর হবে না বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।


Sudipto

সম্পর্কিত খবর