বাংলা হান্ট ডেস্ক: গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয় বাবুল সুপ্রিয়র সাথে ছাত্র-ছাত্রীদের হাতাহাতির ঘটনা কে কেন্দ্র করে জল্পনার ঝড় উঠেছে তুঙ্গে। সম্প্রতি এই ঘটনাকে টোপ হিসেবে ব্যবহার করে বাংলায় রাষ্ট্রপতি শাসন চাইল BJP। পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এই দাবি জানিয়েছেন। এই বিজেপি নেতা সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে এমনই দাবি জানিয়েছেন বলে জানা গেছে।
কৈলাস বিজয়বর্গীয় যাদবপুর বিশ্ববিদ্যালয় ঝামেলার প্রসঙ্গে মুখ খুলে বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়োকে উদ্ধার করতে রাজ্যপাল জগদীশ ধনখড়ের ছুটে যাওয়াই প্রমাণ করছে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না।’ শুধু তাই নয় বিজয়বর্গীয় আরও বলেন বলেন, ‘আমরা কোনও রাজ্যে অশান্তি না চাইলেও এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসনের দাবি উঠবেই। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আইনশৃঙ্খলা সামলাতে ব্যর্থ বলেই আমরা মনে করি। আমরা তাই রাষ্ট্রপতি শাসনের দাবি তুলব।’
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর অনুরোধে সাড়া না দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আটক কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধার করতে চলে যান রাজ্যপাল জগদীপ ধনখড়। বিবৃতি দিয়ে রাজ্যপালের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করল তৃণমূল কংগ্রেস। একইসঙ্গে আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে রাজ্যপালের বক্তব্যও খণ্ডন করল শাসক দল।
তৃণমূল বিবৃতি দিয়ে জানিয়েছে,”এটা দুর্ভাগ্যজনক। রাজ্য সরকারকে না জানিয়ে বিশ্ববিদ্যালয়ে বিজেপি নেতাকে উদ্ধার করতে চলে যান রাজ্যপাল। রাজ্য সরকারকে অবহিত না করে কেন্দ্রীয় মন্ত্রী যাদবপুর গিয়েছিলেন। দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটে বিজেপির ছাত্র সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে।রাজ্য পুলিশ বাইরে দাড়িয়ে ছিল। কিন্তু উপাচার্য সাহায্য না চাওয়ায় তারা ঢুকতে পারে নি। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই রাজ্যপাল রওনা হন বিশ্ববিদ্যালয়ের দিকে।”