ছাব্বিশে বাংলার ক্ষমতায় BJP! ‘অলীক স্বপ্ন দেখছেন’, সুকান্তর দাবির পাল্টা দিলেন কুণাল

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার বাংলার ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। নৈহাটি, মাদারিহাট, তালড্যাংরা, সিতাই, হাড়োয়া এবং মেদিনীপুরের রেজাল্ট ঘোষণা হয়েছে এদিন। প্রত্যেকটি কেন্দ্রেই ঘাসফুল ফুটেছে। শুরু থেকেই এগিয়ে ছিল তৃণমূল (Trinamool Congress)। বেলা গড়াতেই ‘ছক্কা’ হাঁকায় রাজ্যের শাসকদল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য সকালে দাবি করেন, ২০২৬ সালে বাংলায় পালাবদল হবে, ক্ষমতায় আসবে বিজেপি। এবার পাল্টা দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

  • সুকান্তর দাবির পাল্টা কী বললেন কুণাল (Kunal Ghosh)?

এদিন ভোট গণনার শুরু থেকেই সবুজ ঝড়ের আভাস পাওয়া যাচ্ছিল। সেভাবে টক্করই দিতে পারেনি বিজেপি। এহেন পরিস্থিতিতেও বিজেপির রাজ্য সভাপতি সুকান্তর (Sukanta Majumdar) গলায় শোনা যায় ‘আশার বাণী’। দাবি করেন, ২০২৬ সালে বাংলায় পালাবদলের কথা।

সুকান্ত বলেন, ‘উপনির্বাচনে এমনই ফলাফল হয়। কারণ অনেক এলাকায় ভোটই দিতে হয়নি। তবে ২০২৬ সালে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি’। এবার বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদের দাবির পাল্টা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

আরও পড়ুনঃ ধাক্কা খেল সরকার! সম্পত্তি বিক্রি করতে পারবে না রাজ্য! বড় নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট

কীসের ভিত্তিতে রাজ্যে পালাবদলের দাবি করছেন সেটা খোলসা করেননি সুকান্ত। তবে বিজেপি (BJP) ক্ষমতায় আসবে বলে দাবি করেন তিনি। এবার কুণাল পাল্টা বললেন, উপনির্বাচনে পরাজয়ের ব্যর্থতা ঢাকার জন্যই বিজেপি নেতারা এসব কথা বলছেন।

Kunal Ghosh Trinamool Congress

তৃণমূল (Trinamool Congress) নেতা দাবি করেন, অলীক স্বপ্ন দেখছেন পদ্ম নেতা। কুণালের কথায়, ‘উনি অলীক স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখতে কেন বাধা দেব! বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে ছিলেন, রয়েছেন এবং আগামীদিনেও থাকবেন’।

উল্লেখ্য, রাজ্যের ৬ বিধানসভা আসনে উপনির্বাচনের ফলাফল বেরনোর আগেই বড় ভবিষ্যদ্বাণী করেছিলেন কুণাল (Kunal Ghosh)। দাবি করেছিলেন, প্রত্যেকটি আসনেই ঘাসফুল ফুটবে। আজ ফলাফল ঘোষণার পর দেখা গেল, অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে তৃণমূল নেতার কথা। নৈহাটি থেকে হাড়োয়া, মেদিনীপুর থেকে মাদারিহাট, সব আসনেই বাজিমাত করেছে জোড়াফুল শিবির।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর