মহারাষ্ট্রে একাই সরকার গড়বে বিজেপি, নির্দলের ১৫ এবং শিবসেনার ৪৫ জন বিধায়ক দেবে সমর্থন

বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রে শিবসেনা লাগাতার বিজেপির উপর চাপ সৃষ্টি করে আসছে। এমনকি তাঁরা বিজেপির পাঁচ বিধায়কদের সমর্থনের দাবিও করেছে। শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে বলেন, লোকসভা ভোটের সময় বিজেপির সভাপতি অমিত শাহ ৫০-৫০ ফর্মুলা নিয়ে কথা বলেছিল। শিবসেনা জানায়, এই ফর্মুলা বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছিল। এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, বিজেপি আর শিবসেনার মধ্যে এরকম কোন চুক্তি হয়েছিল না। উনি বলেন, শিবসেনাকে আড়াই বছর মুখ্যমন্ত্রী পদ দেওয়া নিয়ে কোন কথা হয়নি।

devendra A

দেবেন্দ্র ফড়নবিশ পরিস্কার করে বলেছেন আগামী পাঁচ বছর তিনিই মুখ্যমন্ত্রী থাকবেন। ফড়নবিশ সাংবাদিকদের সাথে কথা বলার সময় উদ্ভব ঠাকরে আর অমিত শাহ এর মধ্যে কোন ৫০-৫০ ফর্মুলাতে কথা হয়নি বলে জানান। বুধবার বিজেপির বিধায়কদ দলের বৈঠক হবে, সেখানে বিধায়ক দলের নেতা নির্বাচিত করা হবে। ফড়নবিশ বলেন, যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সার্বজনিক ভাবে ওনার নামের ঘোষণা করে দিয়েছেন, এরজন্য আগামী বুধবার বিধায়ক দলের বৈঠকে নেতা নির্বাচন করা শুধু মাত্র সৌজন্যতা হবে।

devendra

ফড়নবিশ বলেন, এখনো পর্যন্ত ১০ জন নির্দলীয় বিধায়ক বিজেপিকে সমর্থন করেছে, আর আরও পাঁচ জনও সমর্থন করবে বলে আশা করা হচ্ছে। ওই পাঁচ জন সমর্থন করলে, রাজ্যে ১৫ জন নির্দলীয় বিধায়কের সমর্থন পেয়ে যাবে বিজেপি। আরেকদিকে বিজেপির সাংসদ সঞ্জয় কাকড়ে বলেছেন যে, ৪৫ জন শিবসেনার বিধায়ক বিজেপির সাথে যোগাযোগ রাখছে, আর তাঁরা বিজেপির নেতৃত্বে সরকার গঠনের জন্য সমর্থন করবে।

Opera Snapshot 2019 10 29 150521 hindi.opindia.com

রাজ্যসভার সাংসদ বলেন, ৫৬ জনের মধ্যে ৪৫ জন শিবসেনা বিধায়ক বিজেপির সাথে আছে। আপানদের জানিয়ে রাখি, কিছুদিন আগে হওয়া মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি ১০৫ টি আসন দখল করেছে, আর শিবসেনা ৫৬ টি। এমত অবস্থায় শিবসেনা মহারাষ্ট্রে আড়াই বছর নিজেদের মুখ্যমন্ত্রী করার দাবি তুলেছে। কিন্তু বিজেপির রাজ্যসভার সাংসদ সঞ্জয় কাকড়ের বয়ানের পর রাজ্যে তোলপাড় বেঁধে গেছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর