বাংলাহান্ট ডেস্ক : দামামা বেজে গেছে যুদ্ধের। আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। একদিকে শাসক দল নিজেদের জমি ধরে রাখতে মরিয়া। অপরদিকে বিরোধীরা আক্রমণ হানছে সবুজ দুর্গ ভাঙতে। তুঙ্গে প্রস্তুতি। প্রধান বিরোধী দল বিজেপিও কোমর বেঁধে নেমে পড়েছে ভোটের লড়াইয়ে। রবিবার বালুরঘাটের (Balurghat) একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এই সভা থেকেই তৃণমূলকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বললেন, ‘আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সন্ত্রাস করলে তার পালটা জবাব দেবে বিজেপি।’
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে রবিবার বিকেলে জেলা বিজেপি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এরই সঙ্গে জেলার বিভিন্ন মণ্ডলের বিজেপি কর্মকর্তাদের নিয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠানও করা হয়। পাশাপাশি বালুরঘাটে একটি বেসরকারি ভবনেও বিজেপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এদিন দু’টি অনুষ্ঠানই যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদার জানান, ‘এ দিনের বৈঠকে প্রধানত আসন্ন পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়েছে। ভারতীয় জনতা পার্টিকে কীভাবে আরও শক্তিশালী করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পঞ্চায়েত হল দুর্নীতির আঁতুড় ঘর। একশো দিনের কাজ থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রতিটি প্রকল্পে চুরি হয়েছে। তাই চুরি আটকাতে গেলে পঞ্চায়েতকে আগে আটকাতে হবে। চোরেদের পিটিয়ে পঞ্চায়েত থেকে বিদায় দিতে হবে। তবে তা গণতান্ত্রিক পদ্ধতিতে। সেই মতোই আমরা প্রস্তুতি নিচ্ছি আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য। এরই সঙ্গে আমাদের দাবি, রাজ্য নির্বাচন কমিশন যেন পঞ্চায়েত ভোটে নিরপেক্ষ আচরণ করে।’
তিনি আরও বলেন, পঞ্চায়েত ভোটে তৃণমূল সন্ত্রাস করলে বিজেপিও তার পাল্টা জবাব দেবে। এদিন তৃণমূলকে রীতিমতো হুমকি দেন সুকান্ত মজুমদার। তবে বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যের পর তৃণমূলের তরফ থেকে এখনও কোনও পাল্টা মন্তব্য শোনা যায় নি।