বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল, সিপিএম, কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশ করে দিলেও, বিজেপি (bjp) কবে প্রকাশ করবে- তা নিয়ে বাড়ছিল জল্পনা কল্পনা। শুক্রবার বিজেপির পক্ষ থেকে বৈঠক ডাকলেও, সেখানে বিশিষ্ট নেতৃত্বদের অনুপস্থিতি নিয়ে কিছুটা জলঘোলা হয়েছে রাজনৈতিক মহলে। তবে সেসব জল্পনা উড়িয়ে দিয়ে সোমবারই প্রার্থী তালিকা ঘোষণা করার কথা জানিয়ে দিলেন রাহুল সিনহা (Rahul Sinha)।
বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ হলেও, এখনও অবধি বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত না হওয়ায় আগ্রহ বাড়ছিল রাজনৈতিক মহলে। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ পূর্বেই জানিয়েছিলেন, কিছু আসনে প্রার্থী দেওয়া নিয়ে সমস্যা হচ্ছে, তবে তা মিটে গেলে ঘোষণা করা হবে। তবে কিন্তু ৩০ শে নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশের কথা বরাবরই বলে এসেছেন বিজেপি নেতৃত্বরা।
এরই মাঝে রবিবার হেস্টিংসে বিজেপির দফতরে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। যেখানে মূল আলোচ্য বিষয় ছিল কলকাতা পুরভোটে দলের রণকৌশল, প্রচার কাজ, বুথে বুথে এজেন্ট দেওয়া এইসব। সেই বৈঠক থেকেই সোমবার প্রার্থী তালিকা প্রকাশের ঘোষণা করলেন দলীয় নেতা রাহুল সিনহা।
তিনি রবিবার বলেন, ‘আমরা মোটামুটি একটা প্রার্থী তালিকা তৈরি করে নিয়েছি। সমাজের বিভিন্ন স্তরের মানুষজনের পাশাপাশি রয়েছেন মহিলা, তরুণ প্রার্থী, শিক্ষক, ডাক্তার, অধ্যাপক-সহ সব পেশার মানুষজন। ১৪৪ টি ওয়ার্ডেরই প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। প্রকাশ করা হবে আগামীকাল’।
প্রসঙ্গত, কলকাতা পুরসভা নিয়ে ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল শিবির। প্রার্থী ঘোষণা করার পর থেকেই শুরু হয়েছে জোরকদমে প্রচার কাজ। তালিকা থেকে বাতিল করা হয়েছে কিছু পুরনো মুখ, যুক্ত হয়েছে অনেক নতুনও। সব মিলিয়েই ঠান্ডার মরশুমেও, বেশ উত্তাপ ছড়িয়েছে বঙ্গে।