এবার কি ‘হিন্দু রাষ্ট্র’? আন্তর্জাতিক গীতা মহোৎসবে এই দাবি তুলে জল মাপছে BJP

বাংলাহান্ট ডেস্ক : ২০২৪ সালেই অগ্নিপরীক্ষা। আসন্ন লোকসভা নির্বাচনের সাফল্য পেতে ‘হিন্দু রাষ্ট্র’ স্লোগানকে জোরদার করেমতুলছে বিজেপি (BJP)। ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণা করা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস-এর দীর্ঘদিনের দাবি। সেই দাবিই এবার সর্বসমক্ষে আনতে চাইছে গেরুয়া শিবির। কিন্তু বিজেপির পক্ষে এই মুহূর্তে সরাসরি হিন্দু রাষ্ট্রের (Hindu Rashtra) দাবিকে সামনে রেখে নির্বাচনের ময়দানে নামতে গেলে সৃষ্টি হতে পারে নানা বিতর্কের। তাই ঘুরপথে হিন্দু রাষ্ট্র নিয়ে জনমত সংগ্রহ করতে চাইছে পদ্ম শিবির। আর এই কর্মসূচীরই মহড়া চলছে বিজেপি শাসিত রাজ্য হরিয়ানাতে।

গত শনিবার, ১৯ নভেম্বর থেকে হরিয়ানার (Haryana) ধর্মনগরী হিসেবে বিখ্যাত কুরুক্ষেত্রে শুরু হয়েছে আন্তর্জাতিক গীতা মহোৎসব। চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। গীতা মহোৎসবকে সামনে রেখে সেখানে হিন্দু রাষ্ট্রের ভিত্তি নিয়ে আলোচনা চলবে সেখানে। ৩০ নভেম্বর কুরুক্ষেত্রে ‘জাতীয় হিন্দু রাষ্ট্র’ অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে। এই মর্মে পুরীর শংকরাচার্য নিশ্চলানন্দ সরস্বতীর ছবি দিয়ে দেশের সর্বত্র প্রচারও শুরু করে দিয়েছে গেরুয়া ব্রিগেড। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু সংগঠনগুলির প্রতিনিধিরা সেখানে হাজির থাকবেন। জানা যাচ্ছে, সেদিনের অনুষ্ঠানে বিজেপির প্রথম সারির বেশ কিছু নেতাও উপস্থিত থাকতে পারে। সম্মেলনের মূল বক্তা হবেন পুরীর শংকরাচার্য। যিনি ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার দাবিতে প্রকাশ্যেই বহুবার দাবি জানিয়েছেন। কুরুক্ষেত্রে গীতা মহোৎসবের মাধ্যমে আদতে হিন্দু রাষ্ট্র নিয়ে প্রচার কটা তা বলাই বাহুল্য।

কেন্দ্রে নরেন্দ্র মোদি (Narendra Modi) নেতৃত্বে বিজেপি সরকার আসার পর থেকেই সংঘ পরিবারের দীর্ঘদিনের বেশ কিছু দাবি একে একে পূরণ করতে শুরু করেছে বিজেপি। যার মধ্যে রয়েছে রামমন্দির নির্মাণ থেকে শুরু করে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তি, তিন তালাক রদের মতো বিষয়গুলি। বাকি থাকা দাবিগুলির মধ্যে রয়েছে অভিন্ন দেওয়ানি বিধি, জন্ম নিয়ন্ত্রণ আইন এবং ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা। বাকি দু’টি দাবি পূরণের ক্ষেত্রে সংসদে বিল এনে গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ শুরু করার রাস্তা খোলা রয়েছে।

কিন্তু হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হলে সংবিধানকেই পরিবর্তন করতে হবে। তার সঙ্গে আরও অনেক সামাজিক বিষয়ও যুক্ত হবে। তাই তাড়াহুড়ো করে এই রাস্তায় হাঁটতে চাইছে না বিজেপি। আবার বিষয়টিকে পুরোপুরি ঝেড়ে ফেলে দিতেও চাইছে না। তাই এই ভাবেই ঘুরপথে হিন্দু রাষ্ট্রের দাবিকে বাঁচিয়ে রেখে ভবিষ্যতের পরিকল্পনা করছে মোদি সরকার।


Sudipto

সম্পর্কিত খবর