৭০০ কোটি তোলা হয়েছে, ৮০% গিয়েছে ভাইপোর কাছে! নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ২৬০০০ চাকরি বাতিল কাণ্ডে (SSC Recruitment Scam) বর্তমানে সরগরম বাংলা। এই ঘটনার আঁচ এসে পড়েছে রাজ্য রাজনীতিতেও। সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে বেশ কিছু বার্তা দেন তিনি। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বড় দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ছাব্বিশের বিধানসভা ভোটে জিতে বিজেপি ক্ষমতায় আসলে ১ মাসের মধ্যে যোগ্যদের তালিকা শীর্ষ আদালতে জমা দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি।

আর কী কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

সুপ্রিম কোর্টের রায়ে একধাক্কায় চাকরি হারিয়েছেন ২৫,৭৫২ জন। ইতিমধ্যেই এই নিয়ে শাসকদলকে আক্রমণ করছে বিরোধীরা। সরব হয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ বিজেপির একাধিক নেতৃত্ব। এদিন যেমন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বেশ কিছু কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে ‘পরামর্শ’ও দেন তিনি।

শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ওএমআর খুঁজে বের করেছিল বলেই যোগ্যরা নিজেদের যোগ্য বলে দাবি করতে পারছেন। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক আরও বলেন, রাজ্য রায় পুনর্বিবেচনার আবেদন করে ভালো করেছে। মুখ্যমন্ত্রী তো নিজেকে আইনজীবী বলে দাবি করেন, ওনাকে আমি বলব, শুনানির দিন আপনি যোগ্যদের তালিকা নিয়ে আদালতকে দিন। এদের চাকরি ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিচারপতিকে বিবেচনা করতে বলুন। এটা যদি না করতে পারেন, তাহলে ২৩ লক্ষ ভাইবোনকে ফের পরীক্ষা দিতে হবে।

আরও পড়ুনঃ পারফরম্যান্সই শেষ কথা! সরকারি কর্মীদের বেতন কাঠামো নিয়ে নয়া নিয়ম আনছে সরকার?

এখানেই না থেমে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, মুখ্যমন্ত্রী যদি এই কাজ করতে ব্যর্থ হন, তাহলে ছাব্বিশে বিজেপিকে আনুন। ১ মাসের মধ্যে ওএমআর শিট বের করে আমরা যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা করব। ৮৪ সালের শিখ দাঙ্গায় এত বছর আমরা সুবিচার দিতে পেরেছি। এটাতেও পারব।

suvendu adhikari

এই দুর্নীতিতে ৭০০ কোটি টাকা তোলা হয়েছে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। এর মধ্যে ৮০% টাকা ‘ভাইপো’র কাছে গিয়েছে বলে দাবি করেন নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়ক।

এদিকে সুপ্রিম-রায়ে চাকরিহারাদের সঙ্গে এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও ‘রঙ’ না দেখেই চাকরিহারাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। মমতা বলেন, ‘লাল, নীল, গেরুয়া কোনও রঙ দেখব না। আমায় জেলে ভরলে ভরুক। যোগ্য ব্যক্তির চাকরি যাতে না যায়, সেটা আমরা সবসময় চাই’। এরপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু (Suvendu Adhikari)। দুর্নীতির ৮০% টাকা ‘ভাইপো’র কাছে গিয়েছে বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X