লোকসভায় বদলা নেবে বিজেপি, তৃণমূলের বিরুদ্ধে হুঙ্কার শুভেন্দু অধিকারীর

বাংলাহান্ট ডেস্ক : রবিবার পুরসভা নির্বাচনে ভোট লুঠের অভিযোগ এনে কার্যতই হুঙ্কার ছাড়তে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। রাজ্য জুড়ে তৃণমূলের সন্ত্রাসের বদলা লোকসভা নির্বাচনে নেওয়া হবে, এমনটাই দাবি করতেও শোনা গেল তাঁকে। এমনকি ভোট বাতিলের দাবিতে আদালতে যাওয়ার কথাও ঘোষণা করেন তিনি।

রবিবার বিকেলে তৃণমূলের তাণ্ডবের প্রতিবাদে কাঁথির পদ্মপুখুরিয়াতে পথ অবরোধ করে বিজেপি। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সেখানেই বসে পড়েন এলাকার মহিলারা। চলে বিক্ষোভও। এই ঘটনার খবর পেয়ে সন্ধ্যে নাগাদ সেখানে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে থেকেই লোকসভা নির্বাচনে প্রতিশোধ নেওয়ার কথা বলেন শুভেন্দু।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘পুলিশ তো লুঠ করিয়েছে। গোটা রাজ্য থেকে পুলিশ নিয়ে এসেছে। তৃণমূল শেষ লোকসভার ভোটে। বদলা নেব’। তিনি আরও বলেন, ‘সমস্ত জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ভোট বাতিলের দাবিতে আদালতে যাবে বিজেপি’।

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার রাজ্য নির্বাচন কমিশনের অফিসে যায় বিজেপির প্রতিনিধি দল। সেই দলে ছিলেন রাজ্য বিজেপির নেতা শিশির বাজোরিয়া, বিধায়ক অগ্নিমিত্রা পাল। নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করে ১০৮ টি পুরসভার ভোটই বাতিলের দাবি জানায় বিজেপি। পুরভোটে তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে সোমবার ১২ ঘন্টার বাংলা বন্ধ ডাকে বিজেপি। যার জেরে সকাল থেকেই দফায় দফায় বিক্ষিপ্ত উত্তেজনা ছড়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তে। একাধিক জায়গায় পুলিশের সঙ্গে হাতাহাতি চলে বিজেপি কর্মীদের। শিলিগুড়িতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে ধর্মঘটের বিরোধিতায় অনড় নবান্ন। সোমবার সমস্ত সরকারি দপ্তরে কর্মীদের হাজিরা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে রাজ্যে সমস্ত পরিবহনও চালু থাকবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর