বাংলা হান্ট ডেস্ক: রথযাত্রা উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথমবার শ্রীরামরপুর মাহেশে পা রাখছেন। জানা গেছে জনসংযোগের বার্তা দিতেই তিনি যাচ্ছেন সেখানে।
সূত্রে খবর, অন্যদিকে, মুখ্যমন্ত্রীকে ‘স্বাগত’ জানাতে প্রস্তুত বিজেপি। রথের দিন এবার তারা ঠিক করেছে, দেওয়া হবে ‘জয় শ্রী রাম’ স্লোগান। মুখ্যমন্ত্রীর সামনেই দেওয়া হবে এই স্লোগান।
বিজেপির দাবি, “রাম-জগন্নাথ তো আলাদা কিছু নয়। শ্রীকৃষ্ণ-ই বিভিন্ন সময়ে অবতারে অবতীর্ণ হয়েছেন। তাই জগন্নাথের রথযাত্রায় ‘জয় শ্রী রাম’ বলা যেতেই পারে।” রথের দিন ভক্তরা সাধারনত ‘জয় জগন্নাথ’ ধ্বনি দিয়ে থাকে। আর সেটাই ঘটে আসছে বহুদিন ধরে। কিন্তু একই কৌশলে ধর্মীয় জিগির টেনে, রথযাত্রার কে মাধ্যম করে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করছে বিজেপি।