বিজেপি বিজয় মিছিল হবে না ঃ মমতা

বাংলাHunt :বিজেপির কোন বিজয় মিছিল হবে না পুলিশকে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল নিমতা তৃণমূল নেতা খুনের মমতা ব্যানার্জি তার বাড়িতে আসেন এবং সেখানে তিনি দাবি করেন যে জেলায় জেলায় যেভাবে বিজয় মিছিলের নাম করে রাজনৈতিক সংঘর্ষ হচ্ছে প্রশাসন উদ্বিগ্ন।

তাই আর কোন রকম হবে না বিজেপির পক্ষ থেকে উত্তর পাওয়া যায় কিন্তু তাদের দাবি তারা কলকাতায় অমিত শাহ নিজে এসে বিজয় উৎসব করবেন। একটি বড় সমাবেশে পরিণত হবে। এবং সাংসদদের সংবর্ধনা দেওয়া হবে বলে জানা গেছে।

এছাড়া আরও নির্দেশ দেওয়া হয়েছে কোথাও কোন বিজয় মিছিল হলে যেন পুলিশ অনুমতি না দেয়।3b6ec images 14

এখন দেখার বিষয় কোন বিজয় মিছিল বের করে কিনা যদি হয় যদি তাহলে পুলিশ তার অনুমতি দেয় কিনা সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

সম্পর্কিত খবর