বাংলা হান্ট ডেস্কঃ রাজধানী আজ গেরুয়া। বিজেপি (BJP) কর্মীদের উল্লাসে ফেটে যাচ্ছে গোটা দিল্লি। দীর্ঘ ২৬ বছর পর দেশের ‘হৃদয়ে’ পট পরিবর্তন। ক্ষমতায় ফিরছে বিজেপি। আজই সন্ধেয় সদর দফতরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় খোদ পরাজিত হয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল (Arvind Kejriwal)। নয়াদিল্লি কেন্দ্র থেকে বিজেপির কাছে লজ্জার হার হয়েছে তার।
১৯৯৮ সালের পর দিল্লিতে সরকার গড়ার পথে বিজেপি। ২৬ বছর পর ফের দিল্লির মসনদে পদ্ম-শিবির। ফলত জাতীয় রাজধানী সহ তার আশপাশের রাজ্যগুলির রাশ বিজেপির হাতে। দিল্লিতে ‘শক্তিশালী’ কেজরিওয়ালের দলের পরাজয়ে একদিকে যেমন বিজেপি বিরোধী রাজ্যের সংখ্যা কমল তেমনই বড়সড় ধাক্কা খেল ইন্ডিয়া জোট। ধাক্কা তৃণমূলেরও (Trinamool Congress)।
রাজধানীতে কেজরিওয়ালের আম আদমি পার্টির হারে বঙ্গ শাসকদল তৃণমূলেরও উদ্বেগ বাড়ল বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের। কেজরি জমানায় সরকারি টাকায় জনগণের জন্য একাধিক সুবিধার ঘোষণা করা হয়েছিল। ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিলে ছাড় থেকে মহিলাদের বিনামূল্যে বাস যাত্রা সহ পুরোহিতদের মাসে ১৮ হাজার টাকা ভাতার ঘোষণাও করেছিল আপ। তবে সবই জলে।
খয়রাতির রাজনীতি যে মানুষ এখন আর চাইছে না তা স্পষ্ট দিল্লিতে আপের পরাজয়ে। এদিকে বিরোধীরা বারে বারে দাবি করে এসেছে মমতা সরকারের ভোটবাক্স ভরেছে একাধিক প্রকল্পে সাহায্যের মাধ্যমে। লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক সামাজিক প্রকল্পই তৃণমূলের জয়ের নেপথ্যে মূল কারণ। তাই এই প্রেক্ষাপটে তৃণমূলেরও কিছুটা বাড়তি চাপ রয়েছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের
দুর্নীতির অভিযোগের দিক থেকেও দিল্লি আর বঙ্গের চিত্রটা অনেকটা একই। আপ নেতাদের মত পশ্চিমবঙ্গে শাসকদলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধেও রয়েছে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। দিল্লির নির্বাচন বুঝিয়ে দিল অতীতে এই দুর্নীতি তত্ত্ব পশ্চিমবঙ্গের নির্বাচনে রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো প্রভাব ফেলতে না পারলেও ভবিষ্যতে যে প্রভাব ফেলবে না তেমনটা আর বলা যায় না।
আরও পড়ুন: একদম সময় নষ্ট নয়! কড়া বিজ্ঞপ্তি জারি করল নবান্ন, কি বলা হয়েছে?
এদিকে দিল্লির মসনদে বিজেপি আসতেই নতুন করে অক্সিজেন পেয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। ২০২৬-এ বাংলায় তৃণমূলকে সরিয়ে ক্ষমতা দখল করবে বিজেপি, আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদার, সৌমিত্র খাঁ সহ রাজ্য নেতৃত্ব। যদিও পাল্টা তৃণমূলের দাবি, এবারেও হবে মমতা-রাজ। দিল্লিতে বিজেপির জয় প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অবশ্য সাফ জানালেন, দিল্লির ভোটের ফলাফলের (Delhi Election Results 2025) কোনও প্রভাব বাংলায় পড়বে না। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা।