হলদিয়ায় গেরুয়া ঝড়! বিধানসভা নির্বাচনের আগে পর পর জয় বিজেপির, ফের হার তৃণমূলের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে একের পর এক সমবায় জয় বিজেপির (BJP)। নন্দীগ্রামের পর এবার হলদিয়ায় সমবায় নির্বাচনে বিপুল আসনে জিতল বিজেপি। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলীর নির্বাচনে বড় জয় গেরুয়া শিবিরের।

হলদিয়ায় উড়ল গেরুয়া পতাকা | BJP

ওই সমবায় সমিতিতে মোট ৪৬টি আসনের মধ্যে ২৬টি আসনে জয় পেয়েছে বিজেপি সমর্থিত প্রার্থীরা। আর তৃণমূল জয় পেয়েছে ২০ টি। যখন বিধানসভা নির্বাচনকে কে কেন্দ্র করে শাসক-বিরোধী সব শিবিরেই প্রস্তুতি তুঙ্গে সেই আবহেই বড় জয় বিজেপির (BJP)। স্বাভাবিকভাবেই এই জয় কিছুটা হলেও বাড়তি অক্সিজেন যোগাবে পদ্ম শিবিরকে।

এই জয় প্রসঙ্গে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সোমনাথ ভুঁইয়া টিভি নাইনকে বলেন,” হিন্দুরা জেগে উঠেছে। তাই আমরা গতকাল নন্দীগ্রামে বিপুল আসনে জয় পেয়েছি। আজ হলদিয়ায় সমবায় নির্বাচনে জয়। আগামী দিনে পশ্চিম বাংলাতেও হিন্দুরা জেগে উঠে ছাব্বিশের নির্বাচনে রাজ্যে বিপুল আসন আমাদের দখলে আসবে।”

bjp flag

আরও পড়ুন: শহিদ জওয়ানদের স্ত্রী-সন্তানদের জন্য ১ কোটি টাকার অনুদান! ‘অপারেশন সিঁদুর’ এর পরেই বড় সিদ্ধান্ত প্রীতির

প্রসঙ্গত, এদিকে একদিন আগেই নন্দীগ্রামের আমড়াতলা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড-এর পরিচালক মন্ডলীর নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিজেপি-সমর্থিত প্রার্থীরা। আমড়াতলা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড-এর নির্বাচনে মোট ৬০টি আসনের মধ্যে ৪২টি আসনেই জয়লাভ করে বিজেপি। শাসকদল পায় মাত্র ১৮টি আসন।

ভিডিও দেখুন: https://youtu.be/gzMFhjFZnec?si=tVdjVXbyiLxp-VQf

কমিটি গঠন করার জন্য ডেলিগেটদেরও নির্বাচন হলে তাতে ১০টি আসনের মধ্যে বিজেপি ৯টি আসনে জয়লাভ করে। তৃণমূল কংগ্রেস জয় পায় মাত্র ১টি আসনে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X