অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে ধাক্কা খেলো তৃণমূল! ডায়মন্ড হারবারে বড় জয় বিজেপির

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিজের গড়েই মুখ থুবড়ে পড়ল শাসক দল। এদিন ডায়মন্ড হারবার (Diamond Harbour) বার অ্যাসোসিয়েশন ফলপ্রকাশের পর তার দখল নিল বিজেপি (BJP)। তবে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে কিভাবে তৃণমূল কংগ্রেসের এই পরিস্থিতি, সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে গোটা বাংলায়।

সংবাদমাধ্যম সূত্রের খবর, এদিন ডায়মন্ড হারবার বার অ্যাসোসিয়েশনের ফল প্রকাশ হয়; যেখানে মোট আটটি আসনের মধ্যে চারটির দখল নিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং দুটি গিয়েছে বামেদের দখলে।

উল্লেখ্য, বিধানসভা হোক কিংবা লোকসভা অথবা পুরভোট, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘এলাকা’ হিসেবে পরিচিত ডায়মন্ড হারবারে সর্বদাই ভালো ফল করে আসে তৃণমূল কংগ্রেস। তবে বর্তমানে তাদের এই শোচনীয় হারের কারণ যথেষ্ট ধোঁয়াশার মধ্যে রয়েছে। সূত্রের খবর, ডায়মন্ড হারবার বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের কয়েকদিন পূর্বে বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডাকে দায়িত্ব দেওয়া হয়। আর তারপরেই বিজেপির এহেন ফল সকলের নজর কেড়েছে।

এই প্রসঙ্গে এখনো পর্যন্ত শাসকদলের কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অবশ্য গুরু পূর্ণিমার দিন এই বিরাট জয়লাভের ফলে স্বভাবতই খুশি দেখা গিয়েছে রাজ্যের বিরোধী শিবিরকে। এদিন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা বলেন, “গুরুপূর্ণিমায় আমাদের এই জয় গুরুদেবের পায়ে সমর্পিত। ডায়মন্ড হারবারে মোট আটটি আসনের মধ্যে সভাপতি এবং সম্পাদক মিলিয়ে মোট চারটি আসনে জয়লাভ করেছি আমরা। এক্ষেত্রে বাকি দুটি গিয়েছে বামেদের দখলে। তৃণমূলের প্যানেল এক প্রকার ভেঙে গিয়েছে বলা যায়।”

তিনি আরো বলেন, “আসলে গোটা রাজ্য জুড়ে বর্তমানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেভাবে নৈরাজ্য এবং দুর্নীতির অভিযোগ উঠে চলেছে, সেই কারণেই এই ফল হয়েছে। আমরা আমাদের সংগঠনের দিকে নজর দিয়েছিলাম। তাছাড়া এখানকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের জন্য আমাদের এই জয়। উকিল বাবুরা সত্যের পথে দাঁড়িয়েছেন। গোটা বাংলার মধ্যে এখানে সবচেয়ে বেশি দুর্নীতি হয়ে থাকে। এখানকার আদালতে বিরোধী দলের বিরুদ্ধে মিথ্যে মামলা হয়ে থাকে। তাই সে সকল ঘটনাকে বিচার করে নিজেদের মত প্রকাশ করেছে উকিলেরা।”

tmc bjp flag

শেষে শঙ্কুবাবু বলেন, “আমরা বাংলার প্রতিটি মানুষকে বলবো, আপনারা গোটা রাজ্যের পরিস্থিতি দেখুন এবং সঠিক দলকে ক্ষমতায় আনার চেষ্টা করুন।”

Sayan Das

সম্পর্কিত খবর