বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন (Assembly Election)। শাসক-বিরোধী সব শিবিরেই প্রস্তুতি তুঙ্গে। রাজ্যের নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে দুই পক্ষ। এই আবহেই এবার বড় জয় বিজেপির (BJP)। নন্দীগ্রামের আমড়াতলা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড-এর পরিচালক মন্ডলীর নির্বাচনে বিপুল জয় পেলেন বিজেপি-সমর্থিত প্রার্থীরা।
শুভেন্দু গড়ে গেরুয়া ঝড়! BJP
আমড়াতলা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড-এর নির্বাচনে মোট ৬০টি আসনের মধ্যে ৪২টি আসনেই জয়লাভ করেছে বিজেপি। মুখ থুবড়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। শাসকদল পেয়েছে মাত্র ১৮টি আসন। নির্বাচনের ফলাফল সামনে আসতেই আবির মেখে উৎসবে মেতে ওঠেন বিজেপির বিজেপির কর্মী-সমর্থক ও নেতৃত্ব।
আরও পড়ুন: অনুমতি ছাড়াই ছবি ব্যবহার করে ঢালাও ব্যবসা! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ক্ষুব্ধ শ্বেতা
এদিন কমিটি গঠন করার জন্য ডেলিগেটদেরও নির্বাচন হলে তাতে ১০টি আসনের মধ্যে বিজেপি ৯টি আসনে জয়লাভ করে। তৃণমূল কংগ্রেস জয় পায় মাত্র ১টি আসনে। সবমিলিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলার এই নির্বাচনে ধরাসায়ী তৃণমূল।
ভিডিও দেখুন: https://youtu.be/gzMFhjFZnec?si=tVdjVXbyiLxp-VQf
নিজেদের জয় প্রসঙ্গে বিজেপি নেতৃত্ব বলেন, এই ফলাফল প্রত্যাশিত ছিল। বাকি ১৮টি আসনও তারা কৌশলগতভাবে ছেড়ে দিয়েছিল বলে দাবি গেরুয়া শিবিরের। যদিও নিজেদের ফলাফল নিয়ে পাল্টা তৃণমূলের দাবি, সমবায় নির্বাচনে সরাসরি দলীয় হস্তক্ষেপ থাকে না। স্থানীয় নেতৃত্ব এবং কৃষকদের উপর নির্ভর করে সমবায়ের ফলাফল।