বাংলাহান্ট ডেস্কঃ দলীয় কোন্দল যেন কিছুতেই থামছে না বিজেপির (bjp) অন্দরে। এবার দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে বিজেপি ছাড়লেন মহিলা মোর্চার প্রাক্তন রাজ্য সভানেত্রী তনুশ্রী রায়। শুধু ক্ষোভ প্রকাশ করাই নয়, বিজেপি-কে রাজ্য সরকারের ‘বি-টিম’ বলেও কটাক্ষ করলেন তিনি।
সম্প্রতি বিজেপির দলীয় কর্মীদের মধ্যে দলেরহোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এই হিড়িকে হোয়াটসঅ্যাপ গ্রুপ নয়, বুধবার দলই ত্যাগ করলেন মেদিনীপুরের বিজেপি নেত্রী তথা মহিলা মোর্চার প্রাক্তন রাজ্য সভানেত্রী। এদিকে আবার সদ্যই তনুশ্রীর স্বামী নবারুণ নায়েককে বিজেপির তমলুক জেলা সভাপতির পদ থেকে সরানো হয়েছে বলে জনা গিয়েছে।
দল নেতৃত্বদের কাছে নিজের পদত্যাগ পত্র পাঠিয়ে সেই চিঠি আবার ফেসবুকেও পোস্ট করেছেন তনুশ্রী রায়। এবিষয়ে তিনি জানান, ‘বেশকিছুদিন ধরেই দলের কার্যকলাপে ক্ষিপ্ত হয়ে এমন সিদ্ধান্ত নিলাম। দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত আমি। রাজ্য সংগঠনের কাজকর্ম সদর্থক না হওয়ায়, বিধানসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করতে পারেনি। আপনার পা ডান্ডা মেরে ভেঙে দিয়ে বলা হচ্ছে আগের মত করে হাঁটতে, এটা আমার পক্ষে সম্ভব নয়। তবে দল ছাড়ার আসল কারণ চিঠিতে জানিয়েছি’।
তবে বিজেপি ছড়ালেও তৃণমূলে যাওয়ার প্রসঙ্গত উঠতেই তিনি বলেন, ‘বিজেপি ছাড়লেও, রাজনীতি ছাড়ব না আমি। তবে বর্তমান সরকারের দিকে যাব না আমি। ভবিষ্যতেই জানতে পারবেন আমার পরবর্তী পদক্ষেপ’। তবে এই বিষয়ে নবারুণ বাবু কোন মন্তব্য করতেই চাননি।
আবার ‘বহিরাগত’ হিসাবে শুভেন্দু অধিকারীকে আক্রমণ না করলেও তনুশ্রী রায় বলেন, ‘বাইরের লোক নিয়েই দলে এখন বেশি মাতামাতি হচ্ছে। তবে শুভেন্দুর হাত ধরেই পূর্ব মেদিনীপুরে বিজেপি ভালো ফল করেছে। মানুষের জন্য কাজ করেন উনি’।