যেখানে কৃষকদের পিষে দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ি, সেই লখিমপুরে একাই একশ বিজেপি

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় ​​মিশ্র ‘টেনির’ জন্য এটি একটি বড় স্বস্তির খবর যে বিজেপি তার জেলা লখিমপুর খেরির আটটি বিধানসভা আসন পুনরায় দখল করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সবকটি আসনেই বিজেপির জয় শুধু তার মর্যাদাই বাড়াবে না, তার পদও বাড়বে। যে ব্রাহ্মণ ভোটারদের নিজের পক্ষে করার জন্য তিনি মন্ত্রিসভায় স্থান পেয়েছিলেন, এখন তিনি নির্দ্বিধায় তার মিশনে এগিয়ে যেতে পারবেন।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর জন্য স্বস্তি বলা হচ্ছে কারণ তার ছেলে আশিস মিশ্রকে তার নিজ জেলা লখিমপুর খেরিতে কৃষকদের উপর গাড়ি চালানোর অভিযোগে কারাগারে পাঠানো হয়েছিল। যে গাড়িটি কৃষকদের পিষে দিয়েছিল, সেটি ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের। এর জেরে শুধু জেলা ও রাজ্য নয়, গোটা দেশের রাজনীতিতে ভূমিকম্প হয়। এমনই চাপ ছিল যে মিশ্রকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার দাবি ওঠে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে, লখিমপুর খেরির ঘটনাটি যা কৃষক আন্দোলনের সময় ঘটেছিল, তা এতটাই কার্যকর ছিল যে রাজনীতির নিরিখে সমগ্র রাজ্যে ফলাফল পরিবর্তন করার সম্ভাবনা ছিল, কিন্তু বিজেপি তা ভালভাবেই সামাল দিয়েছে। এর ফলে লখিমপুর খেরির আটটি আসনই বিজেপির দখলে চলে এসেছে।

লখিমপুরের দুটি বিধানসভা আসন, যা এই সমগ্র ঘটনায় সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল, বিজেপি সেখানে ৪০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জিতেছিল। ওই দুটি বিধানসভা আসন হল নিঘাসন এবং পালিয়া। প্রকৃতপক্ষে, লখিমপুরের ঘটনার পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় ​​মিশ্র রাজনীতির অলিন্দে ততটা বিস্তৃত হননি যতটা আশা করা হচ্ছিল।

Koushik Dutta

সম্পর্কিত খবর