শুভেন্দু গড়ে ধুয়ে সাফ তৃণমূল! বড় ব্যবধানে জয়ী BJP, পঞ্চায়েতের আগে চাপা অস্বস্তিতে শাসকদল

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোট। তার আগে আরও একবার সমবায় নির্বাচনে (Co-operative Election) গো-হারা হারলো তৃণমূল। শুভেন্দুর গড়ে বিজেপির (BJP) কাছে পরাজিত রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। বুধবার তমলুক ব্লকের হিজলবেড়িয়া চাতরাদাড়ি কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে ধুয়ে সাফ তৃণমূল। ১১-০ ব্যবধানে তৃণমূলকে হারিয়ে জয়লাভ করেছে পদ্ম শিবির।

প্রসঙ্গত, এই সমবায়ের মোট আসন ১২ টি। কড়া পুলিশ নিরাপত্তার মধ্যে সকাল ১০ টা দুপুর ২টো পর্যন্ত চলে ভোটদান। এরপর ফলাফল প্রকাশ হোটেল দেখা যায় ১২ টি আসনের মধ্যে বিজেপি ১১ টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে, শাসকদলের ঝুলিতে মাত্র একটি আসন। বেশ বড় ব্যবধানে জিতে স্বাভাবিকভাবেই উচ্ছাসিত বিজেপি প্রার্থী সহ সমর্থকেরা।

নিজেদের জয় প্রসঙ্গে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “এই জয় সাধারণ মানুষের জয়৷ আজকে সমবায় সমিতিতে জয়ই প্রমাণ করছে সাধারণ মানুষ আমাদের পাশে আছে। পঞ্চায়েত ভোটের আগে এই জয় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী পঞ্চায়েত নির্বাচনে এই জয় আমাদের অনেকটাই সাহায্য করব বলে মনে করা হচ্ছে।”

bjp tmc

অন্যদিকে নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দের কথায়, “বিজেপি, সিপিএম ও সংগ্রসের অশুভ আঁতাতের কারণেই এই পরাজয় হয়েছে আমাদের। আর একটি সমবায়ের জয় নিয়ে বিজেপি যদি মনে করে মানুষ তাদের পাশে আছে, তবে তারা সেই স্বপ্ন নিয়ে পঞ্চায়েত ভোটের জন্য অপেক্ষা করুক। পঞ্চায়েত ভোটে বুঝতে পারবে সাধারণ মানুষ আসলে কাদের পাশে আছে।”

প্রসঙ্গত, পঞ্চায়েতের আগে একের পর এক সমবায়ে বিরোধীদের জয় যে যথেষ্টই তাৎপর্যপূর্ণ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ভোটমুখী রাজ্যের পূর্ব মেদিনীপুরে গেরুয়া শিবিরের এই জয় নিঃসন্দেহে তাদের অক্সিজেন জোগাবে। এবার আসন্ন পঞ্চায়েতে এই জয়ের ধারা কতটা বজায় থাকে সেটাই এবার দেখার বিষয়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর