বাংলা হান্ট ডেস্ক: বিপুল অস্ত্র সহ জয়নগরের এক বি জে পি কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ওই বি জে পি কর্মীকে ধরেছে পুলিশ। নাম বাসুদেব কয়াল।
রবিবার দুপুরে বকুল থানার বেলে দূর্গানগরের ঘটনা। আগ্নেয় অস্ত্র সহএলাকার বি জে পি কর্মী গ্রেপ্তার হওয়ায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে
পড়ে। ওই বি জে পি কর্মীর হেপাজত থেকে পুলিশ দুটি লং রেঞ্জের দোনলাবন্দুক ও ৪০ টা কার্তুজ উদ্ধার করেছে। কার্তুজ গুলির মধ্যে ১২ বোরের এবং৮ মিলিমিটারে কার্তুজ রয়েছে।
ওই আগ্নেয় অস্ত্র কেন বি জে পি কর্মী বাসুদেব কয়াল মজুত করেছে তা জানার পর পুলিশ অবাক। বাসুদেব কয়াল পুলিশকে জানিয়েছে এলাকার একটি জায়গা দখল নিয়ে সংঘর্ষের কারনেই ওই অস্ত্র মজুত করা হচ্ছিল। ওই জায়গাটি স্থানীয় তৃণমূল কর্মী গৌতম ও উত্তম হালদারের দখলে রয়েছে। তাদের কাছ থেকে তা ছিনিয়ে নেওয়ার জন্য স্থানীয় বি জে পি পঞ্চায়েত সদস্যার স্বামী সত্যজিত কয়াল ও রূপনগরের বাসিন্দা বাবলু ও পরেশ তাকে দিয়ে এই আগ্নেয় অস্ত্র আনিয়েছে। তাদের জন্যই ওই অস্ত্র এনে মজুত করেছিল বাসুদেব। পরে তা তাদের হাতে তুলে দেওয়ার কথা। ধৃতের কাছ থেকে এই তথ্য পাওয়ার পরই পুলিশ বুঝতে পারে ওই অঞ্চলে শীঘ্রই আগ্নেয় অস্ত্র নিয়ে লড়াইয়ের ঘটনা ঘটত। যদিও তার আগেই পুলিশ আগ্নেয় অস্ত্র সহ মজুতকারিকে ধরে ফেলেছে। ধৃতকে অস্ত্র আইনে সোমবার আদালতে পাঠান হবে।বাকিদের ধরতে পুলিশ তল্লাসি শুরু করেছে।
–