বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই অশান্ত হয়ে উঠছে বাংলার পরিস্থিতি। গতকালই হাওড়ায় তৃণমূল কংগ্রেসের (tmc) কর্মীর ওপর গুলি চালনার ঘটনা ঘটেছিল। এবার নরেন্দ্র মোদির (Narendra modi) নামে কটূক্তির প্রতিবাদ করায় মালদা জেলায় মারধরের ঘটনা ঘটল বিজেপি (bjp) কর্মীকে।
অমরচন্দ্র দাস নামের, মালদার চাঁচলের আশ্রম পাড়ার বাসিন্দা ঐ বিজেপি কর্মী অভিযোগ করেছেন, তিনি যখন ঐ এলাকা দিয়ে যাচ্ছিলেন তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে কটূক্তি করা হচ্ছিল। তিনি সেই কটূক্তির প্রতিবাদ করেন। এর পর তাকে মারধর করা হয়, এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি।
ইতিমধ্যেই থানায় দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ বিজেপির তরফ থেকে বলা হয়েছে, মারের বদলে পাল্টা মার হবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। শাসকদলের তরফে গ্রাম্য বিবাদে এই মারধরের ঘটনা ঘটেছে৷ ঘটনার তদন্ত করছে পুলিশ।
বিকেলে কাজ সেরে শালিমার থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন ধর্মেন্দ্র সিং। সেই সময় উলটোদিক থেকে আসা একটি বাইক ওনার পথ আটকায়। এরপর ওনাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। একটি গুলি তৃণমূল নেতার মাথায় লাগে। ওনার বাইকে আরও একজন ছিলেন, তাঁর হাতে লাগে একটি গুলি। এরপরই দুজনকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ধর্মেন্দ্র সিংকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। ওনার সঙ্গীর চিকিৎসা চলছে সেই হাসপাতালেই। এর আগে টিটাগড়েও প্রকাশ্য রাস্তায় গুলিবিদ্ধ হন মনীশ শুক্ল নামের এক বিজেপি কর্মী।