আবারও খুন বিজেপির কর্মী! ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হল আম বাগানে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আবারও বিজেপির (Bharatiya Janata Party) কর্মী খুন হল বাংলার বুকে। নদিয়ায় বিজেপির কর্মী বিজয় শীল (৩৪) এর দেহ আমবাগানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে। বিজেপির তরফ থেকে এই খুনের জন্য সরাসরি শাসকদলকে দায়ি করা হয়েছে। বিজেপির তরফ থেকে অভিযোগ করে বলা হয়েছে যে, এখনো পর্যন্ত এরাজ্যে শাসকদলের হাতে বিজেপির ১০৫ জন সক্রিয় কর্মীকে খুন হতে হয়েছে। যদিও, শাসক দল তৃণমূলের তরফ থেকে সমস্ত অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে।

X