উঠে দাঁড়িয়ে সম্মান দেখায়নি দোকানদার, বেধড়ক মারধর করল বিজেপি নেত্রীর ভাই

 

বাংলা হান্ট ডেস্ক: ওষুধের দোকানে এসে দোকানদারকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বিহারের প্রাক্তন বিজেপি নেত্রীর ভাইয়ের বিরুদ্ধে। তিনি দোকানে ঢোকার পর দোকানদার উঠে দাঁড়িয়ে স্বাগত না জানানোর জন্য বেজায় চটে যায় বিহারের বিজেপি নেত্রী রেনু দেবীর ভাই পিনু। সেই রাগেই দোকানদার কে পেটায় সে। ঘটনার ছবি ধরা পড়ে দোকানে লাগানো CCTV ক্যামেরায়।

 

বিহারের বেতিয়া শহরে গত ৩ জুন সোমবার রাত ৯টা ১৮ মিনিট নাগাদ বিজেপির জাতীয় সহ-সভাপতি রেনু দেবীর ভাই পিনু একটি ওষুধের দোকানে যায়। অভিযোগ, সেই সময়ে দোকানের এক কর্মচারী তাঁকে উঠে দাঁড়িয়ে স্বগত না জানানোয় বেজায় চটে গিয়ে ওই কর্মীকে মারধর শুরু করে পিনু। ওই কর্মচারীর জানায়, অভিযুক্ত বিজেপি নেত্রীর ভাই মারতে মারতে তার শরীরে ফেলেদেয় কালসিটে। তারপর তাকে টানতে টানতে দোকানের বাইরে নিয়ে আসে পিনু। দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেয় সে।

ae1f8 img 20190608 wa0032

এরপরই দোকান মালিক ও ওই আক্রান্ত কর্মী অভিযোগ দায়ের করেন পুলিশে। যদিও পিনু পলাতক ঘটনার পর থেকেই। বিহারের এই প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন পিনুর বিরুদ্ধে যাতে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেয়।

সম্পর্কিত খবর