বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের হুগলী জেলার আরাবাগে রবিবার স্থানীয় বিজেপির নেতাকে নৃশংস ভাবে খুন করা হয়। বিজেপি এই হত্যার পিছনে তৃণমূলের হাত আছে বলে জানিয়েছে আরেকদিকে শাসকদল তৃণমূল এই হত্যার সাথে তাঁদের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছে। রবিবার পুলিশ জানায় যে, এই হত্যা কাণ্ডে দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। বিজেপির স্থানীয় নেতা শেখ আমির খানের উপর তৃণমূলের গুণ্ডারা তলোয়ার আর বাঁশ দিয়ে হামলা করে। এরপর সে গুরুতর আহত হয়ে পড়ে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
পুলিশ সুত্র থেকে জানা যায় যে, বিজেপি আর তৃণমূলের মধ্যে উত্তেজনা চলছে, আর কিছুদিন ধরে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে ঝামেলা লেগে আছে। স্থানীয় বিজেপি নেতা তৃণমূলের উপরে গুরুতর অভিযোগ এনে বলেন, ‘রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই। এই হত্যার পিছনে তৃণমূলের হাত আছে। বিজেপি নেতাকে এসডিপিও কার্যালয়ের পাশেই নৃশংস ভাবে হত্যা করা হয়েছে।”
হুগলী জেলার তৃণমূল নেতা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। উনি বলেছেন যে, লোকসভা ভোটের সময় থেকেই বিজেপি কর্মীরা তৃণমূলের উপর আক্রমণ করে চলেছে। বিজেপি রাস্তা জ্যাম করে হত্যায় অভিযুক্ত তৃণমূলের গুণ্ডাদের গ্রেফতার করার দাবি তুলেছে।