এবার নদীয়ায় খুন এক বিজেপি কর্মী, অভিযোগের তির তৃণমূলের দিকে

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক আবহাওয়া তত গরম হয়ে উঠছে। বিজেপি চারিদিকে তাঁদের কর্মীর উপর অত্যাচারের অভিযোগ তুলছে তৃণমূলের বিরুদ্ধে। আর এমত অবস্থায় নদীয়া থেকে এক বিজেপি কর্মী খুনের মামলা সামনে আসছে। জানা গিয়েছে যে, বিশ্বজিৎ বিশ্বাস নামের ওই বিজেপি কর্মী গতকাল সন্ধ্যায় খুন হয়েছে।

বিজেপির তরফ থেকে এই ঘটনায় শাসক দলকে কাঠগড়ায় তোলা হয়েছে। করিমপুর বিধানসভা কেন্দ্রের ২০৪ নং বুথের বিজেপির সক্রিয় কর্মী ছিলেন বিশ্বজিৎ বিশ্বাস (৩৫)। গতকাল সন্ধ্যাবেলায় দুষ্কৃতীদের হামলায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিজেপির তরফ থেকে এই ঘটনার জন্য সরাসরি তৃণমূলকে দায়ি করেছে।

আরেকদিকে, বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। জানা যাচ্ছে, স্থানীয় ধরমপুর অঞ্চলের নান্দার গ্রামে শাল নদীর জলে দেহ ভাসতে দেখা যায় ওই বিজেপি কর্মীর। উদ্ধারকৃত ওই কর্মীর নাম বাবু আকুড়। ২৬ বছর বয়সী বাবু ছিলেন ছিলেন ইলামবাজার বি মণ্ডলের সদস্য।

সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন তিনি। রাতভর খুঁজেও তাঁর হদিশ পায়নি পরিবার। মঙ্গলবার সকালের গ্রামের পাশে শাল নদীর জলে তাঁর মৃতদেহ ভাসতে দেখা যায়। বাবুর পরিবার ও ইলামবাজার বি মণ্ডলের বিজেপি নেতৃত্বের দাবি, খুন করা হয়েছে তাঁকে। এমনকি তারা এও দাবি করেন যে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের মদতেই তাঁকে খুন করা হয়েছে। যা ঘিরে তুমুল উত্তেজলার সৃষ্টি হয় গোটা এলাকায়।

 

Koushik Dutta

সম্পর্কিত খবর