RG Kar কাণ্ডের প্রতিবাদ করাই হল কাল! পার্টি অফিস থেকে উদ্ধার BJP কর্মীর মৃতদেহ, নেপথ্যে কারা?

বাংলা হান্ট ডেস্ক : আগামী ১৩’ই নভেম্বর রাজ্যের ৬ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ঠিক তার আগেই এবার খুন হলেন এক বিজেপি (BJP) কর্মী। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগণার উস্তিতে অবস্থিত বিজেপির (BJP) এক পার্টি অফিস থেকে উদ্ধার হল এক বিজেপি (BJP) কর্মীর ক্ষত-বিক্ষত রক্তাক্ত দেহ। দলীয় কর্মীর এই খুনের ঘটনায় বিজেপির তরফে আঙ্গুল তোলা হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূলের দিকেই।

পার্টি অফিস থেকে উদ্ধার BJP কর্মীর মৃতদেহ

নিহত ওই বিজেপি কর্মীর নাম পৃথ্বীরাজ নস্কর। তিনি বিজেপির মথুরাপুর মিডিয়া সেলের কনভেনার এবং দলের সক্রিয় কর্মী  ছিলেন। জানা যাচ্ছে, গত ৪ নভেম্বর থেকেই নাকি নিখোঁজ ছিলেন তিনি। তবে পরিবারের দাবি করা হচ্ছে সক্রিয় বিজেপি কর্মীকে খুন করে তাঁর মৃতদেহ পার্টি অফিসে রেখে গিয়েছে তৃণমূলের দুষ্কৃতিরা। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি টাকার ভাগ -বাটোয়ারা নিয়ে বিজেপির গোষ্ঠী-কোন্দলের জেরে খুন হয়েছেন ওই বিজেপি কর্মী।

জানা যাচ্ছে, গত ৪ নভেম্বর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই  নিখোঁজ হয়ে গিয়েছিলেন পৃথ্বীরাজ বাবু। লাগাতার তাঁর  ফোন বেজে গেল তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। এরপর ৭ তারিখ মৃত বিজেপি কর্মীর পরিবার উস্তি থানায় অভিযোগ দায়ের করেন। অবশেষে শুক্রবার পার্টি অফিস থেকে উদ্ধার হয় তাঁর ক্ষত-বিক্ষত রক্তাক্ত দেহ। শনিবার  তাঁর  দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন : সাত সকালে হাওড়ার শালিমার স্টেশনে লাইনচ্যুত ট্রেন! ভয়ঙ্কর বিপদের মুখে রেল যাত্রীরা

পার্টি অফিস থেকে খবর দুর্গাপুজোর সময় এলাকায় ‘Justice For RG Kar’ ব্যানার টানিয়েছিলেন পৃথ্বীরাজ। তারপর থেকেই তাঁকে লাগাতার হুমকি দিচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ সেই সময় থেকেই ব্যানার খুলে ফেলার জন্য লাগাতার চাপ দেওয়া হতে থাকে ওই বিজেপি কর্মীর ওপর। তাই পরিবারের দাবি এই রাজনৈতিক শত্রুতার কারণেই তৃণমূলের দুষ্কৃতীদের হাতে খুন হতে হয়েছে সক্রিয় বিজেপি কর্মী পৃথ্বিরাজকে।

BJP

অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা এই বিজেপি কর্মীকে অপহরণ করে খুন করে তারপর তাঁর দেহ পার্টি অফিসে ফেলে রেখে গিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলে তৃণমূলের দাবি লোকসভা নির্বাচনে বিজেপি নেতারা প্রচুর টাকা সরিয়েছেন।  সেই টাকা নিয়েই দলের অন্দরে গোষ্ঠী কোন্দল চলছিল। সেই কোন্দলের জেরেই খুন হতে হয়েছে পৃথ্বীরাজ বাবুকে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর