বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের দুয়ারে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। হাতে গোনা মাত্র দুদিন। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে অশান্তি, উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। এরই মধ্যে এবার অনুব্রত গড় বীরভূমে (Birbhum) নির্দল প্রার্থীর স্বামীকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের (Trinamool Congress) বিরুদ্ধে। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম দিলীপ মাহারা। এলাকায় তিঁনি সক্রিয় বিজেপি কর্মী (BJP Worker) হিসেবে পরিচিত।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে মহম্মদ বাজারের হিংলো অঞ্চলের সেরেন্ডা গ্রামে পুকুরের পাশ থেকে ওই বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়েছে। মৃতের স্ত্রীয়ের অভিযোগ, তৃণমূলের গুন্ডারাই স্বামীর প্রাণ কেড়েছে। জানা গিয়েছে, নিহতের স্ত্রী ছবি মাহারা এলাকায় নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ছেন। প্রথমে তিনি বিজেপি প্রার্থী হিসাবেই মনোনয়নপত্র জমা করলেও বিজেপি তাকে টিকিট না দেওয়ায় তিনি নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ান।
মৃতের পরিবার সূত্রে দাবি, বুধবার রাত থেকে দিলীপকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে গ্রাম লাগোয়া মাঠ থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, মৃতদেহের কিছুটা দূরেই একটি গুলির খোল মিলেছে। পাশাপাশি মৃতের দেহে আঘাতের চিহ্ন রয়েছে বলেও দাবি পরিবারের।
নির্দল প্রার্থী তথা নিহতের স্ত্রীর অভিযোগ, ‘‘বুধবার বিকেল সাড়ে ৪টের সময় বাড়ি থেকে বেরিয়েছিল স্বামী। এরপর রাত ৮টার সময় শেষবার ফোনে কথা হয়। তারপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে ওর দেহ উদ্ধার হয়। আমি পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হয়েছি বলে তৃণমূলের লোকেরাই ওঁকে মেরেছে।’’
মৃতের ছেলে উৎপল মাহারার অভিযোগ, ‘‘তৃণমূল নেতা কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের লোকেরা মেরেছে। ওঁকে অবিলম্বে গ্রেফতার করা হোক।”
যদিও নিজেরদের ওপরে ওঠা অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এই নিয়ে পাল্টা কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘যিনি মারা গেছেন তিনি বিজেপি কর্মী তবে ওঁর স্ত্রী নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। এসব দলীয় বিষয়। তৃণমূল কোনও ভাবেই এর সাথে জড়িত নয়। ” ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।