বাংলাহান্ট ডেস্কঃ করোনার জন্য সারা দেশজুড়ে মানুষ নাজেহাল। এই মহামারী লেগেই রয়েছে। কিছুতেই মানুষের পিছু ছাড়ছে না। সারা বিশ্বে মৃত্যু সংখ্যাও বেড়েছে। পাশাপাশি আক্রান্তের সংখ্যাটাও বাড়ছে। সব দেশজুড়ে সাবাই এই ভ্যাকসিন বার করতে মরিয়া হয়ে উঠেছে। ভারতের (india) বিজ্ঞানীরাও আপ্রাণ চেস্টা করছে ভ্যাকসিন বের করার।
এরই মাঝে ভ্যাকসিন পরীক্ষার জন্য নিজের দেহদান করে নজির গড়লেন মুর্শিদাবাদ (Murshidabad) লালগোলার এক যুবক। নাম হারাধন হালদার (Haradhan Haldar)। তিনি হিন্দুত্ববাদী হিসেবেই পরিচিত। হারাধনবাবু ১৮ তারিখ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের কাছে মেইল করে ভ্যাকসিন পরীক্ষার জন্য আবেদন জানান। তিনি বিজেপি কর্মী। সম্প্রতি, ভ্যাকসিন পরীক্ষার জন্য এবিভিপিরও কয়েকজন নেতা ভ্যাকসিন পরীক্ষার জন্য নিজেদের দেহদান করেছেন।
প্রসঙ্গত, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাসের (corona virus) প্রতিষেধক আবিষ্কারের কাজ চলছে জোরকদমে। ভাইরোলজিস্ট সারা গিলবার্টের তত্ত্বাবধানে একটি দল কাজ করছে সেখানে। সেই দলে রয়েছেন দুজন বাঙালি বিজ্ঞানী। সুমি বিশ্বাস (Sumi Biswas) এবং চন্দ্রা দত্ত (Chanda Dutta)। ১৫ জনের যে দলটি করোনার প্রতিষেধক আবিষ্কারের জন্য প্রাণপন চেষ্টা করছে সুমি ও চন্দ্রা তারই সদস্য। প্রস্তুতকারী সংস্থা।
উল্লেখ্য, করোনার চিকিৎসায় রেমডেসিভির, হাইড্রক্সিক্লোরোকুইনের চেয়েও শক্তিশালী ওষুধ এল। কার্যকরী ওষুধের চূড়ান্ত পর্বের পরীক্ষা-নিরীক্ষার অনুমতি পেল ভারতেরই একটি ফার্মাসিউটিক্যাল সংস্থা নোভালিড ফার্মা। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (DCGI) থেকে এই ওষুধের (NLP21) চূড়ান্ত পর্যায়ের ক্লিনিকাসংস্থায় এই ওষুধের (NLP21) গবেষণা দলের প্রধান সুধীর কুলকার্নি (Sudhir Kulkarni) জানান, হাসপাতালে চিকিৎসাধীন ১০০ থেকে ১৫০ জন করোনা আক্রান্তের উপর এই ওষুধ পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হবে। যাঁদের শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে, অক্সিজেন নিতে হচ্ছে, তাঁদের উপরেই এই ওষুধ (NLP21) প্রয়োগ করা হবে। তবে যে সমস্ত রোগীকে ইতিমধ্যেই ভেন্টিলেশনে রাখা হয়েছে, তাঁদের উপর এই ওষুধ (NLP21) প্রয়োগ করা হবে না বলেই জানান সুধীর কুলকার্নি। তবে ভেন্টিলেশনে থাকা রোগীর শরীরেও ভাইরাসের সংক্রমণ কমাতে সাহায্য করবে এই ওষুধ (NLP21), দাবি সংস্থার।ল ট্রায়ালের অনুমতি ইতিমধ্যেই পেয়ে গিয়েছে পুনের এই ওষুধঅক্সফোর্ড ইউনিভার্সিটির (Oxford University) এই ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়েছে।