বাংলাহান্ট ডেস্কঃ পাঞ্জাবে উড়ালপুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) কনভয় আটকানোর ঘটনায় তোলপাড় গোটা দেশ। বিক্ষভ শুরু হয়েছে দিকে দিকে। এবার এই বিক্ষোভের মুখে পড়তে হল পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রীকে। বাধ্য হয়ে দিতে হল প্রধানমন্ত্রীর নামে জয়ধ্বনি।
বুধবার পাঞ্জাবে কৃষক বিক্ষোভের মুখে পড়ে পরিকল্পিত সভা বাতিল করতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ঘনকুয়াশার জেরে ভাতিন্দা বিমানবন্দর থেকে হুসেইনিওয়ালায় কপ্টারে যাওয়ার পরিকল্পনা বাতিল করে, সড়ক পথে বিরাট কনভয় নিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রীর পথ আটকায় কৃষকরা।
কৃষকদের বিক্ষোভের জেরে প্রায় ২০ মিনিট ধরে ফ্লাইওভারে আটকে থাকে প্রধানমন্ত্রীর গাড়ি। যে কারণে পূর্ব পরিকল্পিত সভা বাতিল করে উড়ালপুল থেকেই ইউটার্ন মেরে প্রধানমন্ত্রীর কনভয় ফিরে যায় ভাতিন্দা বিমানবন্দরে। এই ঘটনায় আধিকারিকদের উদ্দেশে ক্ষোভ বর্ষণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জীবিত ফিরে আসতে পেরেছি, এটাই অনেক’।
এই ঘটনা নিয়ে ছিছিক্কার পড়ে যায় রাজনৈতিক মহলে, শুরু হয় তোলপাড়। এই ঘটনায় ইতিমধ্যেই পাঞ্জাবের কংগ্রেস সরকারকে তুলোধনা করতে বাদ রাখেনি বিজেপি শিবির। এরই মধ্যে আবার ওই ঘটনার কারণ জানতে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রিপোর্ট তলব করা হয়েছে পাঞ্জাব সরকারের কাছে। স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে নিশানা করা হয়েছে পাঞ্জাব পুলিশকে।
এবার পাঞ্জাবে বিজেপি কর্মীদের ক্ষোভের মুখে পড়তে হল পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রী ওপি সোনিকে। নিজের গাড়ি চালিয়ে অমৃতসরের দিকে যাওয়ার সময়, তাঁর রাস্তা আটকায় বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। রাস্তায় গাড়ি থামিয়ে তাঁকে ঘিরে দেওয়া হয় ‘জয় শ্রীরাম’ স্লোগান। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে, বাধ্য হয়ে তাঁকে ‘মোদি জিন্দাবাদ’ শ্লোগানও দিতে হয়। তারপর ছাড়া পান ওপি সোনি। ইতিমধ্যেই এই ঘটনা ভাইরাল হয়ে গিয়েছে স্যোশাল মিডিয়ায়।