জিনপিংয়ের পরিবর্তে কিম জং উনের কুশপুতুল পুড়িয়ে দিল আসানসোলের বিজেপি কর্মীরা, ভাইরাল হল ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ সোমবার থেকেই লাদাখের গালওয়ান উপত্যকায় চীন (china) ও ভারত (india) সংঘর্ষ নিয়ে উত্তপ্ত রয়েছে গোটা দেশ। সোমবার রাতে নিরস্ত্র কিছু ভারতীয় সেনাকে চীন সেনা নৃশংস ভাবে হত্যা করে। পাল্টা জবাব দেয় ভারতও। ভারতীয় সেনাদের চীনের হাতে এইভাবে শহীদ হওয়ার ঘটনাকে মেনে নিতে পারছেন না কেউই। গোটা দেশ এখন চীনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে। চীনাদের কোনও দ্রব্য এখন ব্যবহার করবেন না বলে ঠিক করেছেন গোটা দেশবাসী।

https://twitter.com/LavanyaBallal/status/1273568716110913537

দেশের বিভিন্ন জায়গায় চীনের বিরুদ্ধে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ। এরই মধ্যে প্রতিবাদ করতে গিয়ে বড় ভুল করে বসলেন আসানসোলের বিজেপি কর্মী–সমর্থকদের একাংশ। কুশপুতুল দাহ হল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের। কিমকে চীনের প্রেসিডেন্টের সঙ্গে গুলিয়ে ফেললেন বিজেপি কর্মীরা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি ভাইরাল হতেই অনেকেই সেটি শেয়ার করেছেন। কেউ আবার মজাও উড়িয়েছেন।

ভাইরাল ওই ভিডিওতে নিজেকে আসানসোল বিজেপির নেতা পরিচয় দেওয়া এক ব্যক্তির বক্তব্য, চিনের প্রেসিডেন্ট কিম জংয়ের কুশপুতুল পোড়ানোর কর্মসূচি পালন করছেন তাঁরা। কিন্তু কেন? দেখা গেল, বিজেপি কর্মীরা কিম জং উনকেই চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সাথে গুলিয়ে ফেলেছেন।

https://twitter.com/Fekoslovakian/status/1273584021474144256

জিজ্ঞাসা করা হলে, তাঁদের সাফ জবাব, ‘আমরা কিম জং উনের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানাব।’ পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ভূখণ্ড রক্ষা করতে গিয়ে ১৫ জুন চীনা সেনার হামলায় শহিদ হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান।

bjp jm

আহত বেশ কিছু জওয়ান এখনও হাসপাতালে চিকিৎসাধীন। দু’দেশের সেনার মধ্যে এই সংঘর্ষের পর থেকে সমস্যা মেটাতে তৎপরতা চলছে দু’তরফেই। এরই মধ্যে দেশজুড়ে চীনা–দ্রব্য বয়কটের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।

প্রথমে কুশপুতুল গুলিকে দাঁড় করিয়ে চারিদিক থেকে স্লোগানিং চলতে থাকে। তারপরে কিম জং উনের মুখ সম্বলিত কুশপুতুলে চপেটাঘাত করতে দেখা যায় কিছু বিজেপি কর্মীকে। তারপরে আগুন ধরানো হয় এবং চলতে থাকে স্লোগানিং। ভারতীয় সেনাদের নামে জয়ধ্বনি দিতেও দেখা যায় বিজেপি কর্মীদের। মূলত শহীদ সেনা জওয়ানদের প্রতি সম্মান জানাতে ও চীনের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করতেই বিজেপি আজকের এই কর্মসূচি নিয়েছিল বলে জানা গিয়েছে জেলা বিজেপির তরফ থেকে।


সম্পর্কিত খবর